মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২৩ পর্যন্ত সিটিতেই থাকছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

১০:২৪, ২০ নভেম্বর ২০২০

আপডেট: ১০:৩৯, ২০ নভেম্বর ২০২০

২২৬

২০২৩ পর্যন্ত সিটিতেই থাকছেন গার্দিওলা

দুই বছরের জন্য চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। তারমানে ২০২৩ সাল পর্যন্ত ইংল্যান্ডেই থাকছেন ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই কোচ। 

২০১৬ সালে এই ক্লাবে আসার পর গার্দিওলা দলকে নিয়ে গেছেন সাফল্যের শীর্ষে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লীগ জিতিয়েছেন দুইবার৷ এফ এ কাপের শিরোপাও ঘরে তুলেছে তারা। চ্যাম্পিয়ন্সলীগ না জিতলেও দুইবার সেমিফাইনালে নিয়ে যেতে পেরেছেন ক্লাবকে। 

এখন পর্যন্ত তার অধীনে ২৪৫ ম্যাচ খেলে ১৮০ ম্যাচই জিতেছে ম্যানচেস্টার সিটি। ক্লাবের ইতিহাসেই যা রেকর্ড। তবে শুধু ম্যাচ জয় নয়, খেলার ধরনে পরিবর্তন এনেই মূলত প্রশংসিত হয়েছেন এই সাবেক বার্সা কোচ৷ 

গার্দিওলার সাথে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বসিত খালদুন মুবারাক। তিনি বলেন, আশাকরি সিটি ভক্তরাও এই সিদ্ধান্তে আনন্দিত হবেন। তার অধীনেই প্রথমবার চ্যাম্পিয়ন্সলীগ জয়ের স্বপ্ন দেখছি আমরা। 

চুক্তির মেয়াদ জানা গেলেও নতুন চুক্তিতে তার বেতন কত হবে তা এখনও জানা যায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank