জার্মানদের উড়িয়ে নেশন্স লীগের সেমিফাইনালে স্পেন
জার্মানদের উড়িয়ে নেশন্স লীগের সেমিফাইনালে স্পেন
বুধবার (১৮ নভেম্বর) উয়েফা নেশন্স লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে দলটি৷
ঘরের মাঠ লা কার্তোজায় পুরো ম্যাচই আধিপত্য নিয়ে খেলেছে লা রোজারা৷ ১৭ মিনিটেই কর্নার থেকে হেডে প্রথম গোল করেন জুভেন্টাস স্ট্রাইকার আলভারো মোরাতা৷ জাতীয় দলের হয়ে একবছর পর গোল পেলেন তিনি।
তারপর যেন আরও ক্ষুরধার হয়ে ওঠে রামোসদের আক্রমণভাগ। ৩৩ মিনেট ম্যানচেস্টার সিটির তরুণ তুর্কী ফারান তোরেস দারুণ এক শটে জার্মান গোলকিপার ম্যানুয়াল ন্যয়ারকে পরাস্ত করেন। পাঁচ মিনিট পরই তার ক্লাব সতীর্থ রদ্রিগো করেন দলের তৃতীয় গোল। ফাবিয়ান রুইজের পাস থেকে আসে তার গোলটি৷ প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া জার্মানিকে ৫৫ মিনিটে আবারও হতাশ হতে হয়৷ জোসে গায়ার পাস থেকে আবারও বলে জালে পাঠান ফারান তোরেস। আর ৭১ মিনিটে আরেকটি গোল করে নিজের প্রথম হ্যাট্রিকও আদায় করে নেন এই স্ট্রাইকার। শেষ দিকে মাইকেল ওয়ারজাবালের গোলে আধ ডজন পূর্ণ করে স্পেন।
শুধু গোলে নয়, সবদিকে আধিপত্য নিয়ে খেলেছ স্পেন। ৭০ শতাংশ বল ছিল লা রোজাদের দখলে।
ম্যাচ জিতে শেষ চারে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে দলটি। ২০২১ সালের অক্টোবরের ৬ ও ৭ তারিখে হবে সেমিফাইনাল দুটি। অপর ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও বেলজিয়াম৷
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান