মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেশাদার ফুটবল থেকে মাসচেরানোর অবসর

স্পোর্টস ডেস্ক

১০:১৬, ১৬ নভেম্বর ২০২০

আপডেট: ১০:৩৯, ১৬ নভেম্বর ২০২০

৭০৪

পেশাদার ফুটবল থেকে মাসচেরানোর অবসর

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা হাভিয়ের মাসচেরানো। দীর্ঘ ১৭ বছর পেশাদার ফুটবল খেলে ৩৬ বছর বয়সে অবসর নিলেন এই ডিফেন্ডার। রবিবার (১৫ নভেম্বর) রাতে নিজের অবসরের ঘোষণা দেন তিনি।

রাফায়েল বেনিতেজের লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার তকমা হাসিল করেন মাসচেরানো। পরে ২০১০ সালে পেপ গার্দিওলা তাকে নিয়ে আসেন বার্সেলোনায়। ন্যু ক্যাম্পে এসে ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে বনে যান সেন্ট্রাল ডিফেন্ডার। নতুন পজিশনেও দারুণ সফল ছিলেন তিনি। 

বার্সার হয়ে ৩৩৪ ম্যাচ খেলেন মাসচেরানো৷ চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে যোগ দেয়ার আগে ৫ টি লা লীগা ও দুটি চ্যাম্পিয়ন্স লীগ জিতেন বার্সার হয়ে৷ 

চীনে দুই বছর থেকে দেশের  ক্লাব এস্তোদিয়েন্তেসের নাম লেখান তিনি। এই দলের হয়ে আর্জেন্টিনা জুনিয়র ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হারের পর নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মাসচেরানো। 

জাতীয় দলের হয়েও সফল ছিলেন মাসচেরানো। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও (১৪৭) তার দখলে৷ মাসচেরানোর নেতৃত্বই ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমরিকা ফাইনালে যেতেও সাহায্য করেন তিনি। এছাড়া দুটি অলিম্পিক সোনাও জিতেছেন আর্জেন্টিনার হয়ে৷ 

অবসর প্রসঙ্গে মাসচেরানো বলেন, আর্জেন্টিনার কোনো ক্লাবে খেলে অবসর নিতে পারায় আমি এস্তোদিয়েন্তেস কে ধন্যবাদ জানাই। আমি ফুটবলকে সবসময় শতভাগ দিয়েছি। ফুটবল আমার হৃদয়ে থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank