মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০০ মিলিয়নেই এমবাপ্পেকে কিনতে পারত বার্সা!

স্পোর্টস ডেস্ক

১৮:১৫, ১৫ নভেম্বর ২০২০

২৮০

১০০ মিলিয়নেই এমবাপ্পেকে কিনতে পারত বার্সা!

নেইমার চলে যাওয়ার পর ১০০ মিলিয়ন ইউরোতে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর সুযোগ ছিল বার্সেলোনার। তবে তার বদল ওসামেন ডেম্বেলেকে নেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। মুন্ডো ডিপোর্তিভোকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান বার্সার সাবেক স্পোর্টিং ডিরেক্টর জাভিয়ের বোর্দাস।

বোর্দাস বলেন, দেম্বেলেকে কেনার সময় মাত্র ১০০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে দলে নেয়ার অপশন ছিল। তবে দেম্বেলে তখন জাতীয় দলে খেললেও এমবাপ্পে খেলতেন ক্লাবে। তাই ক্লাব দেম্বেলে দলে নেয়ার সিদ্ধান্ত নেয়। 

তিনি আরও বলেন, আমি এমবাপ্পের বাবাকে কল দিয়েছিলাম। রিয়াল মাদ্রিসে তখন রোনালদো, বেল ও বেনজেমা থাকায় তিনি তার ছেলেকে সেখানে পাঠাতে চাননি। এদিকে নেইমার চলে যাওয়ায় এমবাপ্পেকে বার্সেলোনায় পাঠানোর আগ্রহও ছিল তার। এমবাপ্পের সাবেক ক্লাব মোনাকোর সভাপতিও তাকে প্রতিদ্বন্দ্বী ক্লাব পিএসজিতে বিক্রি না করে বার্সায় পাঠাতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত দেম্বেলের সাথে ব্রাজিলিয়ান সেনসেশন কৌতিনহোকে দলে নেয় বার্সেলোনা। 

বোর্দাস আরও বলেন, তিনি আরলিং হালান্ড, ফারান তোরেস ও দানি ওলমোর মতো ফুটবলারদের দলে নেয়ারও পরামর্শ দেন। সবাইকেই তখন ২০ মিলিয়নের কমে পাওয়া যেত। তবে বার্সার খেলার সাথে মিলবেনা বলে অনেকেই তার পরামর্শ ছুড়ে ফেলেন।   

বোর্দাস ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সার স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। সভাপতি বার্তামেউ এর বিপক্ষে অনাস্থা ভোটের পর বোর্দাসও ২৭ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন। 

বর্তমানে সেরা স্ট্রাইকারের তালিকায় নিঃসন্দেহে জায়গা হবে এমবাপ্পে-হালান্ডের। পিএসজির হয়ে নিজেকে মেসি-রোনালদো-নেইমারের কাতারে নিয়ে গেছেন এমবাপ্পে। জাতীয় দল ও ক্লাবের জার্সি গায়ে হালান্ড  সর্বশেষ  ৪৮ ম্যাচেই করেছেন ৫২ গোল।  এদিকে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠ মাতাচ্ছেন ফারান তোরেস। তাদের দেখে নিশ্চয়ই এখন কপাল চাপড়াচ্ছেন বার্সা ম্যানেজমেন্ট। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank