রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেনেগালের নতুন স্টেডিয়াম হবে সাদিও মানের নামে

স্পোর্টস ডেস্ক

১২:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২২

৮৮৮

সেনেগালের নতুন স্টেডিয়াম হবে সাদিও মানের নামে

প্রায় ৬০ বছরের অপেক্ষার শেষে সেনেগালকে প্রথমবারের মতো আফ্রিকা নেশনস কাপের শিরোপা এনে দিয়েছেন সাদিও মানে। দেশকে এমন অনন্য সম্মান এনে দেওয়ার পুরস্কারও পাচ্ছেন লিভারপুল ফরোয়ার্ড। স্পোর্টস নিউজ আফ্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

সেনেগালের শহর সেদিওয়ের মেয়র আব্দলুয়ায়ে দিওপ জানিয়েছেন, আফকনে মানের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি শহরটির নতুন স্টেডিয়ামের নামকরণ করবেন লিভারপুল তারকার নামে।

মিসরের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে শেষ স্পট-কিকটি নিয়ে সেনেগালকে ৪-২ ব্যবধানের জয় এনে দেন মানে। পুরো টুর্নামেন্টে তিন গোলের পাশাপাশি দুই গোলে অ্যাসিস্ট করেন ২৯ বছর বয়সী তারকা। ক্যামরুনে টুর্নামেন্টের সব ম্যাচ খেলেছেন মানে। টুর্নামেন্ট সেরাও হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড।

সেনেগালকে আফ্রিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়ে কেবল মানে নয়, পুরস্কার ও সম্মান পেয়েছেন আলিও চিসের প্রত্যেক শিষ্যও। গত মঙ্গলবার পুরো স্কোয়াডকে প্রেসিডেনশিয়াল প্রাসাদে সংবর্ধনা দিয়েচেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল।

প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড অফিসার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য লায়ন। এছাড়া আফকনজয়ী স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং দলের সদস্য বোনাস হিসেবে ৮৭, ৪১২ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা। দেশটির রাজধানী ডাকারে ২০০ স্কয়ার মিটার প্লটের জমিও দেওয়া হচ্ছে মানেদের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank