রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমবাপের গোলে শেষ মুহুর্তে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক

১০:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২২

৬৬৬

এমবাপের গোলে শেষ মুহুর্তে পিএসজির জয়

নির্ধারিত সময় শেষ হয়ে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমও প্রায় শেষ হওয়ার পথে। পয়েন্ট হারানোর শঙ্কায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমন সময়ে লিওনেল মেসির মাপা পাসে বল পেয়ে গেলেন কিলিয়ান এমবাপে। গোল করতে ভুল করলেন না ফরাসি ফরোয়ার্ডে।

প্যারিসে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে শেষ মুহূর্তের ওই গোলেই রেনেকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। লিগে এ নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইলো দলটি।

শুক্রবার ম্যাচের প্রথম ভালো সুযোগ পেয়েছিল রেনেই। সপ্তম মিনিটে বাজোয়ার ডি বক্সের বাইরে থেকে শট নেন। কিন্তু সেটা দারুণভাবে ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। পিএসজির সামনে প্রথম ভালো সুযোগ আসে ৩৪তম মিনিটে। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন এমবাপে, কিন্তু তার শট চলে যায় বাইরে দিয়ে।

বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ ফের পেয়েছিল পিএসজি। কিন্তু গোলমুখে এমবাপের নেওয়া শটটি ডিফেন্ডারের পায়ে লেগে যায়। ৬২তম মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন এমবাপে। লিওনেল মেসি বল বাড়ান ইয়ান ড্রাক্সকুলারের দিকে।

এই মিডফিল্ডারের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ান সিচুয়েশনে বল পেয়ে যান এমবাপে। কিন্তু বল বাইরে মারেন ফরাসি তারকা। একটু পরই বল জালে জড়ান তিনি, কিন্তু সেটা অফসাইডে বাতিল হয়ে যায়।

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে স্বস্তির গোল পায় পিএসজি। গোলের কারিগর ছিলেন লিওনেল মেসি। তার বাড়ানো বল পেয়ে নিচু শটে গোল করেন এমবাপে। এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

২৪ ম্যাচে মাঠে নেমে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট পিএসজির। দ্বিতীয় অবস্থানে থাকা লিলের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে পচেত্তিনোর দল। অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তারা। ২৩ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট লিলের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank