রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জুভেন্টাসকে নষ্ট করেছে রোনালদো: বুফন

স্পোর্টস ডেস্ক

১২:২৮, ২৫ ডিসেম্বর ২০২১

৫৪৬

জুভেন্টাসকে নষ্ট করেছে রোনালদো: বুফন

টানা আট বছর ইতালিয়ান সিরি-আ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। খেলেছে দুটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালও। অধরা সে শিরোপার স্বাদ পেতে ১০০ মিলিয়ন ইউরোতে দলে নেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। 

জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লীগ জেতা তো হয়নি উল্টো নিজেদের করে নেওয়া লিগ শিরোপাও হারিয়েছে শেষ মৌসুমে। তারপরে রোনালদোকে আর ধরে রাখেনি তুরিনের বুড়িরা। এবার পর্তুগিজ তারকাকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসেছেন তার জুভেন্টাস সতীর্থ জিয়ানলুইজি বুফন। 

সাবেক এই গোলরক্ষকের দাবি, জুভেন্টাসের সাম্প্রতিক পারফরম্যান্সে যে ঘাটতি তার সবটাই ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে হয়েছে। 

পর্তুগিজ তারকা যে বিশ্বসেরা তাতে তো কোনো সন্দেহ নেই বুফনের। কিন্তু তার ওপর তুরিনের ক্লাবটির যে নির্ভরতা তৈরি হয়েছিল, সেটাই এখন বাজে পারফরম্যান্সের মূল, মনে করেন বুফন। 

এ সম্পর্কে স্পেনের খেলাধুলাভিত্তিক টেলিভিশন টিইউডিএনকে এক সাক্ষাৎকারে বুফন বলেন,  জুভেন্টাসে রোনালদোর প্রথম বছরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ ছিল। তখন আমি ছিলাম পিএসজিতে। বুঝতে পারছি না কি ঘটেছিল। যখন আমি ফিরে রোনালদোর সঙ্গে দুই বছর কাটালাম তখন আমরা ভালো করেছিলাম। কিন্তু আমি মনে করি রোনালদোর কারণে জুভেন্টাস নিজের ডিএনএ হারিয়ে ফেলেছে।'

বুফন যোগ করেন, 'আমরা ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছিলাম। তখন আমরা একটা পূর্ণ দল হিসেবে খেলেছি। রোনালদো আসায় আমরা সেই একতাটা হারিয়ে ফেলেছি।'

অবশ্য বুফন এখন আর জুভেন্টাসে নেই, এ বছরই পাড়ি দিয়েছেন তার সাবেক ক্লাব পার্মায়। যেখানে ১৯৯১ সালে সিনিয়র পর্যায়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank