রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রিমিয়ার লিগে ২ হাজারতম জয় পেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক

১৫:০৭, ১৭ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৫:০৮, ১৭ ডিসেম্বর ২০২১

৫১১

প্রিমিয়ার লিগে ২ হাজারতম জয় পেলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ২ হাজার জয়ের দেখা পেলো লিভারপুল। এই অনন্য রেকর্ড গড়ার পথে অ্যানফিল্ডে অলরেডরা ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের লিগে ৪২২৭ ম্যাচ খেলে ২ হাজার জয় পেলো লিভারপুল। তাদের জয়ের অনুপাত ৪৭.৩ শতাংশ। 

নিউক্যাসলের বিপক্ষে অবশ্য শুরুতে গোল হজম করে লিভারপুল। সপ্তম মিনিটে ম্যাগপাইদের এগিয়ে দেন শ্যালবি। ২১তম মিনিটে অলরেডদের সমতায় ফেরান জোতা। এর চার মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৮৭তম মিনিটে লিভারপুলের তৃতীয় গোলটি করেন আলেক্সান্দার-আরনল্ড।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ২২তম গোলের দেখা পেলেন সালাহ। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে টানা ১৫ ম্যাচে গোল ও অ্যাসিস্টে জেমি ভার্ডির রেকর্ডে ভাগ বসালেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

এছাড়া চলতি মৌসুমে লিগে ২৪ গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখলেন মিসরীয় ফরোয়ার্ড। তার মধ্যে ১৫ গোলের পাশাপাশি করেছেন ৯ অ্যাসিস্ট। এই রেকর্ডে সালাহর চেয়ে এগিয়ে আছেন কেবল অ্যালেন শিয়েরার। ১৯৯৪-৯৫ মৌসুমে ১৬ গোলের পাশাপাশি ৯ অ্যাসিস্ট করেছিলেন নিউক্যাসলের এই সাবেক স্ট্রাইকার।   

রেকর্ড গড়া ম্যাচ জিতে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৩৭ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ব্লুজরা ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র করেছ এভারটনের বিপক্ষে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank