লিডসের জালে ম্যানসিটির গোল উৎসব
লিডসের জালে ম্যানসিটির গোল উৎসব
আক্রমণাত্মক ফুটবলে লিডস ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। লড়াইটা আরও জমে উঠছে শিরোপাপ্রত্যাশী চেলসি ও লিভারপুল ঘাড়ে শ্বাস ফেলতে থাকায়।
মঙ্গলবার রাতে মৌসুমে নিজদের ১৭তম ম্যাচে নেমেছিল সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে লিডসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছেন গ্রিলিশ-ডি ব্রুইনরা। জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেন। জ্যাক গ্রিলিশ, রিয়াদ মাহরেজ, স্টোন এবং আকারা করেছেন একটি করে গোল।
ঘরের মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলা সিটি অষ্টম মিনিটে ফোডেনের গোলে লিড আনে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে দেন গ্রিলিশ। ৩২ মিনিটে ডি ব্রুইনের গোলে ম্যাচ অনেকটাই নিজেদের করে নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও চলে একপেশে ফুটবল। মাহরেজ, ডি ব্রুইন, স্টোন এবং আকারা গোলবন্যায় ভাসিয়ে দেন অতিথিদের।
এই জয়ে ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করল সিটিজেনরা। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সাথে পয়েন্ট ব্যবধান ৪ এবং তৃতীয় স্থানের চেলসির সাথে ৫। যদিও দুদলই একটি করে ম্যাচ কম খেলেছে। লিডসের পয়েন্ট ১৭ ম্যাচে ১৬।
প্রিমিয়ার লিগে গত রাতে জয় তুলেছে অ্যাস্টন ভিলাও। পয়েন্ট টেবিলের তলানির দল নরউইচ সিটিকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে। একটি করে গোল করেছেন র্যামসি এবং ওয়াটকিন্স।
জিতে পয়েন্ট টেবিলে নবম স্থানে চলে এসেছে অ্যাস্টন ভিলা। ১৭ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট এখন ২২, সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নরউইচের অবস্থান পয়েন্ট টেবিলের একদম শেষে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান