রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হ্যাট্রিক করে আরও এক রেকর্ডে নাম লেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

১০:২৬, ১৩ অক্টোবর ২০২১

৫৮২

হ্যাট্রিক করে আরও এক রেকর্ডে নাম লেখালেন রোনালদো

চলতি বছরেই যেনো রেকর্ডের খাতা তছনছ করার পণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সব রেকর্ড নিজের করে নিচ্ছেন এই পর্তুগিজ তারকা। সর্বোচ্চ গোল ও ইউরোপিয়ান ফুটবলার হিসেবে সর্বোচ্চ খেলার রেকর্ড ভাঙার পর এবার গড়লেন সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ড। 

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ৫-০ গোলে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। তারমধ্যে হ্যাট্রিক করেন রোনালদো। এতে আন্তর্জাতিক ফুটবলে এই তারকার হ্যাট্রিক সংখ্যা হলো ১০টি। যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ। 

ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেন রোনালদোরা। ১৭ মিনিটের মাথায়ই তিন গোল দেয় তারা। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। বের্নার্দো সিলভাকে বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। 

দুই মিনিট পর আবার পেনাল্টি পায় তারা। বক্সের ভেতর লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মরিস রোনালদোকে ফাউল করেন। সফল স্পট কিকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। 

১৭তম মিনিটে সিলভার কাছ থেকে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। বিরতির আগে আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পর্তুগাল। ম্যাচের ৬৮ মিনিটে রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান মরিস।

সেখানে কর্নার পায় পর্তুগাল। ফার্নান্দেজের নেওয়া ওই কর্নার থেকে হেডে গোল করেন জোয়াও পালিনিয়া। ৮৭ মিনিটের সময় কাঙ্ক্ষিত গোলের দেখা পান রোনালদো। রুবেন নেভেসের কাছ থেকে পাওয়া বলে দারুণ হেডে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank