ব্রাজিলের জয়রথ থামালো কলম্বিয়া
ব্রাজিলের জয়রথ থামালো কলম্বিয়া
বিশ্বকাপ বাছাইয়ে রীতিমত উড়ছিল ব্রাজিল। টানা নয় ম্যাচ প্রতিপক্ষকে একরকম বিধ্বস্ত করেছে নেইমাররা। সেলেসাওদের সে জয়রথ থামালো কলম্বিয়া। ঘরের মাঠে ব্রাজিলকে ০-০ গোলে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করেছে ইয়েরে মিনারা।
একাদশে চারটি পরিবর্তন এনে বারানকুইলার এস্তাদিও মেত্রোপলিতানোয় কলম্বিয়ার বিপক্ষে দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। এদিন নিজের পছন্দের ৪-৪-২ ফর্মেশন বদলে ৪-৩-৩ ছকে দলকে মাঠে নামিয়েছিলেন তিনি। তবে কাজের কাজ কিছু হয়নি।
ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল কলম্বিয়া। তবে ম্যাচের ৪ মিনিটে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কলম্বিয়ার ইয়েরে মিনা। প্রথমার্ধে দারুণ একটি শট নিয়েছিলেন নেইমারও। তবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর প্রথমার্ধে দুই দলই গোল করার চেষ্টা করে গেলেও সফল হয়নি কেউ।
গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুই দল গোলের জন্য ফের লড়াই শুরু করে। তবে পেরে ওঠেনি কোনো দলই। শেষ ৩০ মিনিটে দুই দলই প্রতিপক্ষে গোলমুখে বেশ কয়েকবার হানা দিলেও গোলরক্ষকদের কল্যাণে রক্ষা পায় দু'দলই।
বাছাইপর্বে এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে মধ্যে এটাই ব্রাজিলের প্রথম ড্র। জয় পেয়েছে বাকি ৯টিতেই। ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষেই রইলো ব্রাজিল। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান