সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিকে ছাড়াই পিএসজির জয়রথ ছুটছে

স্পোর্টস ডেস্ক

১০:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১২:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২১

৪৭০

মেসিকে ছাড়াই পিএসজির জয়রথ ছুটছে

ইনজুরিতে পড়ে দুই ম্যাচ মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। কিন্তু তার প্রভাবই পড়ছে না পিএসজির খেলায়। লিগ ওয়ানে এখন পর্যন্ত সবকটি ম্যাচই জিতেছে পচেত্তিনোর শিষ্যরা। 

শনিবার রাতে নিজেদের মাঠে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে পিএসজি। 

ম্যাচের শুরু থেকেই মন্টপেলিয়ারকে চেপে ধরে পিএসজি। ১৪তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। আনহেল ডি মারিয়ার কাছ থেকে বল পান গেয়ি। বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়ে পড়েও ওই বল আটকাতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। 

প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারের দূরপাল্লার শট ঝাঁপিয়ে আটকে দেন মন্টিপেলিয়ারের গোলরক্ষক। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের চাপ ধরে রাখে তারা। 

একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে সফরকারীদের রক্ষণভাগ। ম্যাচের ৮৮তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ড্রাক্সলার। কয়েক সেকন্ড পর তাকে খুঁজে নেন নেইমার। এরপর জার্মান মিডফিল্ডারের শট প্রতিপক্ষ গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। 

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৮ ম্যাচের সবগুলোতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর ৬ ম্যাচে ১৪ পয়েন্ট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank