সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক

১১:১৭, ৫ সেপ্টেম্বর ২০২১

৬০২

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি আজ

বিশ্ব ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় লড়াই বললে অবশ্যই সবার আগে আসবে ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর কথা। দুই দেশের ফুটবল ঐতিহ্য ও মর্যাদার লড়াইয়ের কারণে এটি আলাদা প্রাণ পায়। কোপা আমেরিকার ফাইনালে সর্বেশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। এবার বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে সেলেসাও-আলবিসেলেস্তারা। 

রবিবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি।

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে শেষবার মুখোমুখি হয়েছিল এ দুই দল। ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলের দম্ভ চূর্ণ করে সেদিন ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, পেয়েছিল দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ।

তবে বিশ্বকাপ বাছাইপর্বে একরকম অদম্য হয়ে আছে ব্রাজিল। সাত ম্যাচের সবকটি জিতে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে আর্জেন্টিনা কোন ম্যাচ না হারলেও তিন ম্যাচ ড্র করে আছে দ্বিতীয় নম্বরে। 

আর্জেন্টিনা অবশ্য এগিয়ে আছে আরেকটা জায়গায়। করোনা ও কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে ইউরোপীয় শীর্ষ লিগগুলো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের ছাড়তে অসম্মতি জানিয়েছিল। সে বিধিনিষেধ মেনে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আসেননি বিশ্বকাপ বাছাইপর্বে। 

তবে আর্জেন্টিনা এগিয়ে আছে, কারণ দলের শীর্ষস্থানীয় সব খেলোয়াড়ই যে ক্লাবের চোখরাঙানি এড়িয়ে চলে এসেছেন দক্ষিণ আমেরিকায়। তবে এসব সুবিধা অসুবিধা একপাশে রেখে মাঠের খেলায় যে দুই দলের কেউ কাউকে ছাড় দেবে না, তা বলাই বাহুল্য।

ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা। টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে দেখা যাবে এই লড়াই।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank