বার্সায় মেসির ১০ নম্বর জার্সি পেলেন আনসু ফাতি
বার্সায় মেসির ১০ নম্বর জার্সি পেলেন আনসু ফাতি
১৪ বছর বার্সেলোনার ১০ নম্বর জার্সির ভার সামলেছেন লিওনেল মেসি। তার পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই বড় প্রশ্ন ছিল ক্লাবের সবচেয়ে মর্যাদা জার্সি নম্বরটি কার গায়ে জড়াতে যাচ্ছে। দলবদলের শেষ দিনে এসে তার উত্তর পাওয়া গেলো।
বার্সেলোনায় ২০২১-২২ মৌসুমে ১০ নম্বর জার্সি নিবন্ধন করা হয়েছে আনসুমান ফাতির নামে। যাকে কাতালান ক্লাবটির ভবিষ্যত তারকা বলে বিবেচনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে ফাতির গায়ে ১০ নম্বর জার্সি তুলে দেয়ার দৃশ্য প্রচার করা হয়েছে।
প্রথমে শুনা যায় ফিলিপ কৌতিনহো খেলবেন মেসির ১০ নম্বর জার্সি পরে। কিন্তু বার্সা সমর্থকদে দাবি ছিল লা মাসিয়ার কোন গ্রাজুয়েটের গায়েই উঠুক এই সম্মানিত জার্সিটি। এবার সে আশাই পূর্ণ হয়েছে তাদের।
২০১৯ সালে ক্লাবের হয়ে অভিষেকের পর প্রথমে ২২ ও পরে ১৭ নম্বর জার্সি পরে খেলেছেন ফাতি। এবার প্রমোশন পেয়ে ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি পেলেন তিনি। ক্লাবটির দশ নম্বর জার্সি মানেই বাড়তি দায়িত্ব এবং ভালো খেলার অদৃশ্য একটা চাপ।
কেননা বার্সেলোনায় এখনও পর্যন্ত ১০ নম্বর জার্সি পরেছেন অ্যাঞ্জেল কুয়েলার (১৯৯৫-৯৬), জিওভান্নি (১৯৯৬-৯৭), জারি লিটমানেন (১৯৯৯-২০০০), রিভালদো (২০০০-২০০২), হুয়ান রিকুয়েলমে (২০০২-২০০৩), রোনালদিনহো (২০০৩-২০০৮) ও মেসির (২০০৮-২০২১) মতো খেলোয়াড়রা।
অবশ্য বয়স মাত্র ১৮ হলেও, ফাতি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বেশ ভালোভাবেই। গড়েছেন স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্পেন জাতীয় দলের হয়ে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান