সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসির জন্য ভাড়া হচ্ছে আইফেল টাওয়ার, জানানো হয়েছে ফুটবলারদের!

স্পোর্টস ডেস্ক

১০:৪৮, ৮ আগস্ট ২০২১

৫০৪

মেসির জন্য ভাড়া হচ্ছে আইফেল টাওয়ার, জানানো হয়েছে ফুটবলারদের!

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা পর থেকেই ট্রান্সফার মার্কেট সরগরম। বিভিন্ন মাধ্যমের খবর বলা হচ্ছে মেসি নাকি পিএসজিতেই যাচ্ছেন। যেখানে তার সঙ্গী হবেন সাবেক প্রিয় সতীর্থ নেইমার ও জাতীয় দলের বন্ধু আনহেল ডি মারিয়া। 

তবে আরও বড় বোমা ফাটিয়েছে ইএসপিএনের সাংবাদিক দিয়েগো মনরইগ। তিনি জানান পিএসজি নাকী বৃহস্পতিবার (১০ আগস্ট) আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে। তারপর থেকেই সবাই মেসির পিএসজি যাত্রা সত্যি বলে ভেবে নিচ্ছে। 

কেননা এর আগে সর্বশেষ ২০১৭ সালে পিএসজি আইফেল টাওয়ার ভাড়া নেয়। তার একমাত্র কারণ ছিল বার্সেলোনা থেকে রেকর্ড ২২০ মিলিয়ন ডলারে নেইমারকে দলে ভেড়ানো। তাই এবারও মেসির মতো তারকাকে এভাবে পরিচয় করিয়ে দেয়া হবে বলেই ধারণা করা হচ্ছে। 

এদিকে মেসিকে দলে নেয়ার বিষয়টি নাকি ইতোমধ্যে জানিয়েছে ফরাসি ক্লাব কর্তৃপক্ষ।  শনিবার (৭ আগস্ট) এই তথ্য জানিয়েছে লে প্যারিসিয়ান। এলএকুইপে জানিয়েছে, মেসির পরামর্শকরা পিএসজির সঙ্গে নিয়মিত কথা বলছেন দুই বছরের চুক্তির খুঁটিনাটি নিয়ে। 

এদিকে আজ বার্সেলোনায় নিজের বিদায়ী বক্তব্য দেবে মেসি। লে প্যারিসিয়ান জানিয়েছেন, সেখানে কোথায় যাবেন সে ইঙ্গিত দেবেন না মেসি। কারণ বিদায় বেলায় নাকি এসব নিয়ে কথা বলতেই নারাজ ছয়বারের বর্ষসেরা ফুটবলার। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank