সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই বছরের চুক্তিতে নেইমারদের সঙ্গী হচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক

১০:৪৫, ৭ আগস্ট ২০২১

৫৪৭

দুই বছরের চুক্তিতে নেইমারদের সঙ্গী হচ্ছেন মেসি!

লিওনেল মেসি থাকছেন না, এই ছোট্ট বাক্য দিয়েই পুরো বিশ্বকে থমকে দিয়েছে বার্সেলোনা। চলতি বছরের জুনেই মেসির সঙ্গে চুক্তি শেষ হয় কাতালান ক্লাবটির। দু’পক্ষই নতুন চুক্তিতে সম্মত হয়েছিল। কিন্তু লা লিগার বেতন নীতির কারু বার্সেলোনা ছাড়লেও তাকে ক্লাব ছাড়া থাকতে হচ্ছে না বেশিদিন। কেননা বিশ্বস্ত সাংবাদিক মোহাম্মেদ বাউহাফসি জানিয়েছেন, ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

নিজের টুইটারে বাউহাফসি লেখেন, পিএসজিতে একবছর বাড়ানোর সুযোগ রেখে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন মেসি। চলতি সপ্তাহেই কাজটা সেরে নিতে চায় ক্লাবটি এবং তারজন্য কয়েক ঘন্টা পরেই মেসির বাবার সঙ্গে বৈঠকে বসবে পিএসজি।

এই গুঞ্জনে জোর হাওয়া দিয়েছেন ফেব্রিজিও রোমানোও। তিনি লেখেন, মেসিকে দলে নেয়ার বিষয়ে খুবই আশাবাদী পিএসজি। 

বিভিন্ন সংবাদমাধ্যমে ইতোমধ্যে মেসির সম্ভাব্য বেতনও তুলে ধরা হয়েছে। এলএকুইপের মতে, ট্যাক্স ছাড়াই পিএসজিতে মেসির বাৎসরিক বেতন হবে ৪ কোটি ইউরো। মেসির দৈনিক বেতন হবে ১ লাখ ৯ হাজার ৮৯০ ইউরো। যা যে কোন ফুটবলারকেই আকর্ষিত করবে। 

যদি এই চুক্তি হয়ে যায় তবে আক্রমণভাগে মেসি-নেইমার-এমবাপের অবিশ্বাস্য ত্রিও দেখাতে পারবে পিএসজি। এছাড়া মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে রামোসকে। যারা গত ১৫ বছর ছিলেন চরম প্রতিদ্বন্দ্বী। আর এখানেই তো ফুটবলের চরম সৌন্দর্য লুকায়িত! 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank