সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

১৬:৫৯, ৩ আগস্ট ২০২১

৭৭৯

অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

টানা দ্বিতীয়বার অলিম্পিক স্বর্ণপদক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতেছে সেলেসাওরা। 

ফাইনাল জিততে পারলে আর্জেন্টিনার পর দ্বিতীয় দেশ হিসেবে টানা দুই অলিম্পিক স্বর্ণ জিতবে ব্রাজিল। এর আগে ২০০৪ সালের এথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতে আর্জেন্টিনার। শেষবারের দলে ছিলেন লিওনেল মেসিও। 

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল হলেও ২০১৬ সালের আগে অলিম্পিকে কোন স্বর্ণ জেতেনি ব্রাজিল। কাঙ্খিত সোনা জিততে রিও অলিম্পিকে রাখা হয় নেইমারকে। টাইব্রেকারে তার পা থেকে বল জালে জড়াতেই উল্লাসে মাতে মারাকানার দর্শকরা।

২৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। ডগলাস লুইসকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর দেখে সে সিদ্ধান্ত পাল্টানো হয়। 

তারপর আর তেমন উল্লেখযোগ্য কোন সুযোগ পায়নি দুদল। টাইব্রেকারে গড়ালে টানা চার শটে বল জালে জড়ান ব্রাজিলের দানি আলভেস, গাব্রিয়েল মার্টিনেলি, ব্রুনো গুইমারায়েস ও রেইনিয়ের। অন্যদিকে প্রথম তিন শটে দুটি মিস করে বিদায় নেয় মেক্সিকো। 

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও জাপান। এখানে হেরে যাওয়া দলের সঙ্গে ব্রোঞ্জ জিততে লড়বে মেক্সিকো। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank