সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অলিম্পিকের দ্রুততম মানব ইতালির মার্সেল জেকবস

স্পোর্টস ডেস্ক

০৯:১৩, ২ আগস্ট ২০২১

৫১৭

অলিম্পিকের দ্রুততম মানব ইতালির মার্সেল জেকবস

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। সারা বিশ্বে সবার চোখ থাকে দ্রুততম মানব কে তা দেখতে। এতদিন যেসব চোখ উসাইন বোল্টকে দেখে দেখে অভ্যস্থ ছিল তারাই দেখলো ফেবারিটের তালিকায় না থাকা একজন জিতে নিলেন স্বর্ণপদক। 

দৌড় প্রতিযোগিতায় ইতালির খ্যাাতি নেই। ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। সেটাও ছিল মেয়েদের ইভেন্টে! এবার নিজ দেশের হয়ে নতুন ইতিহাসই সৃষ্টি করলেন মার্সেল জেকবস।

৯.৮০ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার ফ্রেড কার্লেই ও কানাডার স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসেকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন জেকবস। রৌপ্য ও ব্রোঞ্জ জেতা দুজন সময় নিয়েছেন যথাক্রমে ৯.৮৪ ও ৯.৮৯ সেকেন্ড। তিনটিই তিন অ্যাতলেটের ক্যারিয়ার সেরা টাইমিং। 

এবার সবার ফেবারিট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং চীনের অ্যাথলেটরা। মিফাইনালে ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন চীনের স্প্রিন্টার বিংথিয়ান।

সেমিফাইনালে জেকবস সময় নিয়েছিলেন ৯.৮৩ সেকেন্ড। কিন্তু তারপরও তাকে নিয়ে সেভাবে আলোচনা হয়নি। কিন্তু চূড়ান্ত মঞ্চে ঠিকই আলো কেড়ে নিয়েছেন এই ইতালিয়ান। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank