সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগে কষ্ট দূর করতে ছুটিতে যেতাম, এবার হবে অন্যরকম: মেসি

১৬:২৯, ১১ জুলাই ২০২১

আপডেট: ১৬:৩১, ১১ জুলাই ২০২১

৫৬৯

আগে কষ্ট দূর করতে ছুটিতে যেতাম, এবার হবে অন্যরকম: মেসি

অবশেষ পূরণ হয়েছে আর্জেন্টিনার হয়ে সিনিয়র পর্যায়ে শিরোপা জেতার স্বপ্ন। মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ট্রফি উঁচু করে ধরেছেন লিওনেল মেসি। তারপর প্রেস কনফারেন্সে জন্ম দিয়েছেন সব আবেগঘন মুহুর্ত।

আলবিসেলেস্তেদের হয়ে যে শিরোপার কাছে যাননি এমন নয়। ২০১৪ বিশ্বকাপের ফাইনালের পাশাপাশি রানারআপ হয়েছেন ২০০৭, ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকায়। প্রতিবারই স্বপ্ন ভাঙার যন্ত্রণায় পুড়তে হয়েছে সর্বোচ্চ ব্যালন ডি অর জয়ী ফুটবলারকে। 

শিরোপ জয়ের পর পরিবারের সাথে ফোনে কথা বলতে দেখা যায় মেসিকে। এ প্রসঙ্গে মেসি বলেন, খেলা শেষ হওয়ার পরই আমি পরিবারের কথা স্মরণ করি। আমরা অনেকবার কষ্ট পেয়েছি। আমরা ছুটিতে যেতাম আর কয়েকদিন মনে কষ্ট নিয়ে কাটাতাম। কিন্তু এবার হবে অন্যরকিম কিছু।

এর আগে মেসি বলেন, আমি যে আনন্দে আছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এসময় বিজয়ের অশ্রু মুছেতে মুছতে আর্জেন্টাইন কাপ্তান বলেন, আমি এই মুহুর্তের স্বপ্ন দেখেছি অসংখ্যবার। 

সাংবাদিকদের সাথে সতীর্থদের স্তুতি করতে ভুলেননি মেসি। তিনি বলেন, শেষ কোপা আমেরিকা হারার পরও আমরা বুঝতে পেরেছিলাম এ দলটা অনেক শক্তিশালী। হ্যা আমরা অনেক ফাইনাল হেরেছি। তবে জানতাম এমন দিন আসবেই। 

২৮ বছর পর শিরোপা জয়ের উচ্ছাস এমনিও বাঁধভাঙা হওয়ার কথা। তারউপর সে জয় ছিল চির প্রতিদ্বন্দ্বির মাঠে তাদেরকেই হারিয়ে। এ প্রসঙ্গে মেসি বলেন, আমি মনে করি সৃষ্টিকর্তা আমার জন্য মুহুর্তটা রেখে দিয়েছিলেন যে ব্রাজিলকে ফাইনালে তাদের মাঠেই হারাব। 


প্রেস কনফারেন্সের শেষ মুহুর্তে ছয়বার ব্যালন ডি অর জেতা মেসি বলেন, আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমরা চ্যাম্পিয়ন। আমাদের অর্জন আমাদের কাছেই অবিশ্বাস্য। এই ম্যাচ ইতিহাসে জায়গা করে নিবে। শুধু আমরা জিতেছি বলেই নয়, সেটা ব্রাজিলকে তার ঘরের মাঠে হারানো জন্য। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank