২৮ বছরের খরা কাটালো আর্জেন্টিনা, মেসির হাতে শিরোপা
২৮ বছরের খরা কাটালো আর্জেন্টিনা, মেসির হাতে শিরোপা
বিশ্বের সেরা ফুটবলার জাতীয় দলে ট্রফি ছাড়া অবসর নিবেন সেটা বোধহয় সৃষ্টিকর্তাও চাননি। তাই চারবার ফাইনালে স্বপ্নভঙ্গ শেষে অবশেষে শিরোপা হাতে দিলেন লিওনেল মেসির। ব্রাজিলের মাঠেই ইতিহাস ভেঙে স্বাগতিকদের হারিয়ে কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা।
যে মারাকানায় ২০১৪ সালে বিশ্বকাপ হেরেছে আর্জেন্টিনা সে মাঠে আক্ষেপ পূরণ হলো। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে আলবিসেলেস্তা৷
ইতিহাস ছিল সম্পূর্ণ আর্জেন্টিনার বিপক্ষে। ১৯৩৭ সালের পর ফাইনালে ব্রাজিলকে হারাতে পারেনি সাদা-নীল জার্সিরা৷ এছাড়া ১৯৯১ সালের পর কোন নকআউট পর্বেও জেতেনি আর্জেন্টিনা। কিন্তু আজ ইতিহাস পাল্টানোর দিন। ২০০৪ সালের পর চার ফাইনাল শেষে গোল করার দিন। ২৮ বছর পর শিরোপা জেতার দিন।
প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চলেছে মাচ। তবে ফাইনালের মহারণে দৃষ্টিকটু ছিল বারবার ফাউল হওয়া। তারমধ্যে ২২ মিনিটে গোল করে বসেন ডি মারিয়া৷ ডি পলের লম্বা করে বাড়িয়ে দেয়া বলটি দৌড়ে গিয়ে রিসিভ করেন পিএসজি স্ট্রাইকার। হালকা চিপ করেই এডারসনের উপর দিয়ে বল জালে পাঠান ডি মারিয়া। এ গোলেই নির্ধারিত হয় শিরোপা।
প্রথমার্ধ শেষ হয় আর কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টা আক্রমণে ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল। কয়েকবার সুযোগ তৈরি করে বল জালেও জড়ায়। তবে রিচার্ডলিসন অফসাইডে থাকায় সেটা গোল হয়নি।
এরপর আর ধার দেখা যায়নি ব্রাজিলের খেলায়। বলা যায় আলবিসেলেস্তারা খেলতে দেয়নি। আকুইনা, রোমেরো ও ওতামেন্দিরা ছিলেন সব সময় সচেতন। নেইমার বল বাড়ানোর আগেই তাকে থামিয়ে দিয়েছে ডিফেন্ডাররা।
ম্যাচের শেষ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। এবারও ডি পল বাড়িয়েছিলেন বল। কিন্তু এডারসনকে কাটিয়ে বল জালে পাঠাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
তবে এ গোল মিসে আক্ষেপে পুড়তে হয়নি মেসিকে। হয়নি স্বপ্নভঙ্গ। ব্রাজিলের ফুটবলের তীর্থস্থানে শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা৷
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান