ফ্রান্স শিবিরে দ্বন্দ্ব, নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এমবাপের ইগো!
ফ্রান্স শিবিরে দ্বন্দ্ব, নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এমবাপের ইগো!
প্রতিটি পজিশনে যে কোন দলের চেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়েও ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে ফ্রান্স। তবে সুইজারল্যান্ডের কাছে আকস্মিক পরাজয়ের চেয়ে ফ্রান্স শিবিরে দ্বন্দ্বের বিষয়টিই এখন আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ খবর।
সুইসদের বিপক্ষে পেনাল্টি শুটআউটে কিলিয়ান এমবাপের মিসেই বাদ যায় ফ্রান্স। তারপরেই সামনে আসে গ্রিজম্যানকে স্পটকিক দেয়ার বিষয়টি নিয়ে এমবাপের অসন্তোষের কথা। এ নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের সম্ভাব্য কোচ হতে চলা জিনেদিন জিদানও।
মাত্র ১৯ বছর বয়সে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন এমবাপে। মেসি, রোনালদো ও নেইমারের পর বিশ্বসেরা ফুটবলারের তালিকায় অবশ্যই আসবে এমবাপের নাম। তবে তারমধ্যে ইগো এবং অহংকার এসে গেছে বলে মন্তব্য করছেন অনেকে।
ইউরো শুরুর আগেই চেলসি তারকা অলিভিয়ের জিরু অভিযোগ করে বলেন এমবাপে তাকে বল দেয় না। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব চরমে ওঠে। মাঠে জিরু এমবাপের সাথে ঝামেলা মিটিয়ে নিতে চাইলেও এমবাপে ছিলেন নিশ্চুপ।
ইউরোর আগে দলের মূল স্ট্রাইকার ছিলেন গ্রিজম্যান। তবে বেনজেমা আসার পর সে দায়িত্ব দেয়া হয় রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকেই। এ নিয়ে হতাশা থাকলেও নিজের কাজটুকু করে গেছেন বার্সা তারকা গ্রিজম্যান। তবে ক্ষতিপূরণ হিসেবে দলের স্পটকিকের দায়িত্ব দেয়া হয় তাকে।
আর এ নিয়ে নাকি ক্ষেপে গেছেন প্যারিস সেইন্ট জার্মেই এর ফরোয়ার্ড। কোচের সাথে নাকি ক্ষোভও দেখিয়েছেন এ নিয়ে। কোচ দিদিয়ের দেশম এ নিয়ে এখন পর্যন্ত চুপ থাকলেও শোনা যাচ্ছেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন এমবাপে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান