সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্পেনের ইউরো স্কোয়াডে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক

১০:৫০, ৭ জুন ২০২১

৫৮৫

স্পেনের ইউরো স্কোয়াডে করোনার থাবা

ইউরো শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। এরমধ্যেই দুঃসংবাদ শুনতে হলো স্পেনকে। কারণ সর্বশেষ নমুনা পরীক্ষা করেনা পজিটিভ হয়েছেন বার্সেলোনা তারকা সার্জিও বুসকেটস৷ 

আসন্ন ইউরোর জন্য বুসকেটকে লা রোজাদের অধিয়াকত্বের আর্মব্যান্ড পরাতে চেয়েছিলেন কোচ লুইস এনরিকে৷ এখন সেটাও সন্দেহে পড়েছে৷ 

বিবিসি স্পোর্টসের প্রতিবেদন মতে, করোনা পজিটিভ হওয়া বুসকেটসকে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিয়ে আইসোলেশনে রাখা হয়েছে৷ 

কিছুদিন পরপরই সব দলের খেলোয়াড়দের করোনা টেস্ট হয়। সেখানে স্কোয়াডের ২৪ জনের সবার নেগেটিভ আসলেও বুকেকেটসের পজিটিভ আসে। তাই সতর্কতা হিসেবে লিথুনিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-২১ দল নামাতে চাইছে স্পেন৷ 

আসন্ন ইউরোতে গ্রপ ই তে পড়েছে স্পেন৷ যেখানে তারা প্রথম ম্যাচে ১৪ জুন সেভিয়ায় মুখোমুখি হবে সুইডেনের বিপক্ষে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank