ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিকুর রহিম
ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিকুর রহিম
জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন। ইউনিসেফের সঙ্গে বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করবেন তিনি। পাশাপাশি নানা বিষয়ে যুবসমাজে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবেন এই ক্রিকেটার।
রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে মুশফিক শুভেচ্ছাদূত হওয়ার এ খবর দিয়েছে ইউনিসেফ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করেছেন। আর ২০১৩ সাল থেকেই সাকিব আল হাসান ইউনিসেফের সঙ্গে কাজ করছেন।
শুভেচ্ছাদূত মনোনীত হওয়ায় দারুণ উচ্ছ¡সিত মুশফিক। ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ- দুটোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।’
করোনায় মুশফিককে দেখা গেছে অনন্য ভূমিকায়। যথাসাধ্য নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। গণসচেতনতামূলক কাজেও দেখা গেছে তাকে।
এবার ইউনিসেফ চায় মুশফিক কাজ করুক তাদের সঙ্গে। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি মুশফিককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মুশফিকুর রহিম জাতীয় দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে চাই। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন।’
বিসিবিও সাধুবাদ জানিয়েছে মুশফিককে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মুশফিকুর রহিম শিশুদের দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরতে ক্রিকেটাঙ্গনের দীর্ঘকালীন ঐতিহ্য ধরে রেখেছেন। ইউনিসেফের সঙ্গে তার এই ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও সুন্দর জীবন গঠনে অবদান রাখবে বলে আমরা আশা করছি।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান