শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫ || ৪ মাঘ ১৪৩১ || ১৬ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩ দল নিয়ে মেয়েদের বিপিএল 

স্পোর্টস ডেস্ক

২১:৫৪, ১৭ জানুয়ারি ২০২৫

৩৪

৩ দল নিয়ে মেয়েদের বিপিএল 

মেয়েদের বিপিএল করার চিন্তা আগে থেকেই ছিল বিসিবির। বোর্ড সভাপতি ফারুক আহমেদও এর আগে বলেছেন, ছেলেদের বিপিএলের পর মেয়েদের বিপিএল হবে।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির পরিচালক নাজমূল আবেদীন আরেকবার জানালেন, মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

তবে প্রতিবছরই মেয়েদের বিপিএল করার সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি। ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর ৮–৯ দিনের বিরতি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে তিন দলের মেয়েদের বিপিএল। টুর্নামেন্ট হবে ডাবল লিগ–পদ্ধতিতে, ফাইনাল সহ ম্যাচ হবে সাতটি।

নাজমূল আবেদীন বলেছেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

বিসিবি এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র জানিয়েছে, ছেলেদের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মেয়েদের বিপিএলেও থাকতে আগ্রহী।

নাজমূল আবেদীন বলেছেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank