মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ || ১৭ চৈত্র ১৪৩১ || ৩০ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

১৬:৪২, ৪ ডিসেম্বর ২০২৪

৪১১

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

আফগানিস্তান সিরিজে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আর ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুখবর দিয়েছেন তিনি। পুত্র সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।

বুধবার (৪ ডিসেম্বর) মোস্তাফিজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলেও জানান তিনি। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার।

পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। বাচ্চা আর মা দুজনেই দারুণ আছে। তাদের আপনার প্রার্থনায় রাখুন।

মূলত, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজ।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পত্তি।

উল্লেখ্য, শিমুর বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মামা হন।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank