সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক

২০:১৮, ১৯ নভেম্বর ২০২৪

২২৬

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের 

চলতি মাসের ২১ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের পাশাপাশি অতিরিক্ত হিসেবে থাকছেন ৪ ক্রিকেটার। 

ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমের ২৪, ২৬, এবং ২৮ নভেম্বর। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম তিনদিনের এবং ৬ থেকে ৮ ডিসেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা সিরিজে টাইগার দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, এহসানুল হক মাহিম, রাকিবুল হাসান, রকিব খান, মাহিনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি, সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই: এহসানুল মুমিন, মুবাচ্ছির ইসলাম মুনিম, ফাইয়াজ রহমান, কাউসার আহমেদ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank