তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
![]() |
ফুটবলে মেয়েদের সাফ জয়ে এখন উৎসবে মাতোয়ারা পুরো দেশ। তার ঠিক উল্টো চিত্র বাংলাদেশ ক্রিকেট দলের। চট্টগ্রাম টেস্টে লজ্জার হার সঙ্গী হয়েছে বাংলাদেশর। তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হেরেছে নাজুমুল হোসেন শান্তর দল। এই হারে ২-০ তে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইন মুল্ডারের সেঞ্চুরিতে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৬ বলে ৬, মাহমুদুল জয় ৩১ বলে ১১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক।
এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪৩ রানে ২৬ বলে ৭ রান করে আউট হন জাকির।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় একশো রানের আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। জাকির ৭, মুশফিকুর রহিম ২, মেহেদী হাসান মিরাজ ৬, শান্ত ৩৬ ও তাইজুল ১ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদের ব্যাটে ভর করে একশো পেরোয় বাংলাদেশ। তবে দলীয় ১৩১ রানে ৬৪ বলে ২৯ রান করে আউট হন অঙ্কন।
আর শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ নেন ৫টি উইকেট।

আরও পড়ুন

জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- প্যারাগুয়ে ম্যাচের আগে দলে পরিবর্তন আনল ব্রাজিল
- পরিবর্তন করা হলো শেখ হাসিনা স্টেডিয়ামের নাম
- ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম
- বিসিবি থেকে পদত্যাগ করলেন নাদেল
- প্রথমবার আইসিসির প্যানেলে বাংলাদেশি ৪ নারী আম্পায়ার
- টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপার হাতছানি আলকারেজের সামনে
- প্রকাশ হলো আইপিএল শুরুর তারিখ