রোববার   ২৭ অক্টোবর ২০২৪ || ১১ কার্তিক ১৪৩১ || ২০ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারের শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক

২১:০৪, ২৫ অক্টোবর ২০২৪

৬৬

১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারের শঙ্কায় ভারত

সবশেষ ২০১২ সালে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর সাদা পোশাকের ক্রিকেটা টানা ১৮টি সিরিজ জিতেছে ভারতীয়রা। এবার ১২ বছর পর নিজে দেশে সিরিজ হারের শঙ্কায় পড়েছে রোহিত শর্মার। 

বেঙ্গালুরু টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ঘুরে দাঁড়ানোর ম্যাচে পুনেতেও রয়েছে বিপদে। মিচেল স্যান্টনারের বোলিং তোপে ধস নামে ভারতের ব্যাটিং লাইনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনশোর ওপর লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এতেই বিপাকে পড়েছে স্বাগতিকরা।

শুক্রবার (২৫ অক্টোবর) পুনে টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। স্পিনবান্ধব উইকেটে বাঁহাতি স্পিনার স্যান্টনার ৫৩ রান খরচায় নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলে। 

ফলে কিউইরা এখন এগিয়ে আছে ৩০১ রানে। সেঞ্চুরির কাছে গিয়েও ৮৬ রানে সাজঘরে ফিরে গেছেন টম ল্যাথাম। টেস্টের তৃতীয় দিনে লিড আরও বাড়িয়ে নেবে। যা ভারতের জন্য হবে মাথা ব্যাথার কারণ। 

টেস্টে তিনশোর বেশি রান তাড়া করে এখন পর্যন্ত তিনবার জিতেছে ভারত। দুইবার বিদেশের মাটিতে, একবার ঘরের মাঠে। নিজেদের মাটিতে তাদের সেই একমাত্র জয়টি এসেছিল ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। চেন্নাইতে শচীন টেন্ডুলকারের অপরাজিত সেঞ্চুরিতে ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ভারত। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank