ওয়ানডেও শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা
ওয়ানডেও শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা
বিশ্বকাপের পর টি-২০’র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার চারিথা আশালঙ্কাকে। এবার কুশল মেন্ডিসকে সরিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্বভারও দেওয়া হলো আশালঙ্কাকে।
কুশল মেন্ডিস ২০২৩ বিশ্বকাপে ভারপ্রাপ্ত হিসেবে বেশ কিছু ম্যাচে দলের অধিনায়কত্ব করেন। বিশ্বকাপের পর ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। তার অধীনে আট ম্যাচের ছয়টিতে জিতেছে শ্রীলঙ্কা। টানা পাঁচ ম্যাচে জয়ের কীর্তিও গড়েন তিনি।
এছাড়া ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটে গেল এক বছরে দারুণ খেলেছেন কুশল মেন্ডিস। অল্পদিন দায়িত্ব পাওয়ায় তার নেতৃত্ব হারানো কিছুটা অপ্রত্যাশিত। তবে প্রায় ৪৪ গড়ে রান করা আশালঙ্কা অনেক বেশি ধারাবাহিক হওয়ায় তাকে ওয়ানডের অধিনায়ক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের পর ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজে ফেরানো হয়েছে টেস্ট ব্যাটার নিশান মাদুশাকাকে। অন্তবর্তীকালীন কোচ সনাথ জয়সুরিয়ার অধীনে আকিলা ধনাঞ্জয়া ও চামিকা করুনারত্নে দলে ফিরেছেন।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মাদুশাঙ্কা, মাথিসা পাথিরানা, আসিথা ফার্নান্দো।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান