সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চেন্নাইয়ের মালিকানা বদল, ধোনি-শ্রীনিবাসকে নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

২০:১৬, ২৯ জুলাই ২০২৪

৪০৪

চেন্নাইয়ের মালিকানা বদল, ধোনি-শ্রীনিবাসকে নিয়ে প্রশ্ন

চেন্নাই সুপার কিংসের মালিকানা ছিল ইন্ডিয়া সিমেন্টের অধীনে। ২০১৫ সালে চেন্নাই ও ইন্ডিয়া সিমেন্ট আলাদা হয়ে যায়। মালিকানা ভাগ করে দেওয়া হয় প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশীদারদের মধ্যে। যার বড় অংশ সাবেক আইসিসি ও বিসিসিআই সভাপতি নারায়নাস্বামী শ্রীনিবাসের কাছে ছিল।

এখন ইন্ডিয়া সিমেন্ট দেশটির আল্ট্রা টেক ইন্ডিয়া সিমেন্টের অধীনে চলে গেছে। যে কারণে চেন্নাই সুপার কিংসের মালিকানাও আল্ট্রা টেক ইন্ডিয়া সিমেন্টের হাতে।

মালিকানা বদল হলেও আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে ক্রিকেটীয় বিষয়ে কোন প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। এমনকি মালিকানা শ্রীনিবাসের অধীনে থাকবে এবং চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড এটা পরিচালনা করবে বলে উল্লেখ করেছেন দলটির সিইও কাশি বিশ্বনাথ।

তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংস এবং ইন্ডিয়া সিমেন্ট এখন আলাদা। ইন্ডিয়া সিমেন্ট এখন আর ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণে থাকবে না। দলটি চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড পরিচালনা করবে।’ যার অর্থ শ্রীনিবাস ও তার পরিবার ক্লাবটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন বলেই মনে করা হচ্ছে।

মালিকানা পরিবর্তন হওয়ায় ক্লাবটির সঙ্গে এমএস ধোনির সম্পর্ক কেমন হবে তা নিয়েও প্রশ্ন আছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, মালিকানা বদলের সঙ্গে ধোনির ক্লাবে থাকা না থাকার সম্পর্ক নেই। বরং আইপিএল মালিকদের নতুন সভায় কতজন খেলোয়াড় ধরে রাখার নিয়ম করা হবে তার ওপর নির্ভর করবে ধোনির বিষয়টি। আগামী ৩১ জুলাই বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ সভায় বসবে। ওই সভায় পাঁচ-ছয় জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম করার আলোচনা আছে। রিটেইন ক্রিকেটারের সংখ্যা কমে গেলে খেলোয়াড় থেকে চেন্নাইয়ের মেন্টর হয়ে যেতে পারেন ধোনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank