রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাবরকে ‘অধিনায়কত্ব’ ছেড়ে দেওয়ার পরামর্শ শোয়েব মালিকের

স্পোর্টস ডেস্ক

২২:২৫, ১১ জুন ২০২৪

১৬১

বাবরকে ‘অধিনায়কত্ব’ ছেড়ে দেওয়ার পরামর্শ শোয়েব মালিকের

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে কোণঠাসা পাকিস্তান। আজ মঙ্গলবার কানাডার বিপক্ষে জিততে না পারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে তাদের। দলের এমন টালমাটাল অবস্থায় মোটেই ছেড়ে কথা বলছেন না পাকিস্তানের সাবেকরা। একের পর এক তীক্ষ্ণ মন্তব্যে বাবরদের নিশানা বানাচ্ছেন তারা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের কথাই ধরুন, যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে দুই হারের পর দলের নেতৃত্বে পরিবর্তন চাচ্ছেন তিনি। বাবর আজম অধিনায়কত্ব পাওয়ার পর উল্টো নিজের ব্যাটিংয়ের ক্ষতি করছেন বলে মত তার, ‘আমি দীর্ঘ সময় ধরে বলে আসছি যে, দয়া করে অধিনায়কত্বটা ছেড়ে দাও। তুমি (বাবর) ক্লাস খেলোয়াড় এবং বাড়তি দায়িত্ব না থাকলেই কেবল তুমি তোমার ক্লাস দেখাতে পারবে। নেতৃত্ব থেকে দূরে থাকলে বাবরের জন্য ভালো হবে।’

অবশ্য শুধু বাবরের সমালোচনা করেই থামেননি শোয়েব মালিক। দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেও ধুয়ে দিয়েছেন তিনি, ‘রিজওয়ানের ওই শট খেলার কারণ আমি বুঝে উঠতে পারছি না। তারা তাদের মূল বোলারকে (বুমরা) নিয়ে এলো উইকেট নেওয়ার জন্য এবং রিজওয়ান এতো সময় ধরে খেলছে, পিএসএলেও অধিনায়কত্ব করেছে। এমন পরিস্থিতি তার কাছে অচেনা হওয়ার কথা নয়।’

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন কানাডার বিপক্ষে খেলছে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাবর-শাহীনদের। গ্রুপ ‘এ’তে পাকিস্তান এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। দুই ম্যাচ খেলে এখনো পয়েন্টের খাতা খোলা হয়নি তাদের। দুই ম্যাচের দুটি জিতে টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank