শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপে শান্তদের জয়ের মানসিকতা নিয়ে খেলার বার্তা মাশরাফীর

স্পোর্টস ডেস্ক

২০:০০, ২০ মে ২০২৪

৩৩৮

বিশ্বকাপে শান্তদের জয়ের মানসিকতা নিয়ে খেলার বার্তা মাশরাফীর

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে এরইমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে, এই বিষয়ে নিজের ভাবনা জানান সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।

সোমবার (২০ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডির চতুর্থ আসর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার সাথে যেকেনো একটি জিতলেই হবে। আশা করি, ইনশাআল্লাহ ভালো করবে। আমি হার নিয়ে চিন্তা করছি না। যদি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে জিতব, এমন মানসিকতা নিয়ে মাঠে নামে, তাহলে কাজটা সহজ হবে।’

মাশরাফী আরও যোগ করেন, ‘সাকিবকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সে আগেও সেরাটা দিয়েছে, এবার তাই করবে বলে প্রত্যাশা। আসলে মাঠের বাইরের কর্মকান্ড নিয়ে একটু বেশি ব্যস্ত, তাই সেভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে না। বিশ্বকাপে কতদূর যাবে সেটা বলা কঠিন। তবে, ভালো করুক এটাই চাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি অবশ্যই চাইব বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক। তবে, আপনাকে বাস্তবতাও ভাবতে হবে। কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন সবকিছু নির্ভর করছে। প্রথম রাউন্ড পার করতে পারলেই কিন্তু পরের লক্ষ্য নিয়ে বলা যাবে।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank