শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রীতি ক্রিকেট ম্যাচে ওয়ালটনের জয়

স্পোর্টস ডেস্ক

২৩:২৪, ২৯ এপ্রিল ২০২৪

৫৯৩

প্রীতি ক্রিকেট ম্যাচে ওয়ালটনের জয়

বড় ব্যবধানে প্রীতি ক্রিকেট ম্যাচে জিতলো ওয়ালটন। টি-টোয়েন্টি ম্যাচে দৈনিক মানবকণ্ঠকে ১০১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন।

রোববার (২৮ এপ্রিল, ২০২৪) ঢাকার আশিয়ান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

ওয়ালটন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার সাহেল মিঞা ১৫৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। আরেক ওপেনার হাবিবুর রহমান ৭১ রান করেন। ১৫ ওভারে বিনা উইকেটে ওয়ালটন ২৫১ রান স্কোরবোর্ডে যোগ করলে অন্য ব্যাটারদের সুযোগ দিতে ওপেনারদ্বয় স্বেচ্ছায় উইকেট ছেড়ে আসেন ।

৩২২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দৈনিক মানবকণ্ঠ ২২০ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওয়ালটনের সাহেল মিঞা।

প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, এডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন, সিনিয়র ডেপুটি ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন। মানবকণ্ঠের পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক বিপ্লব রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ হাসান ভূঁইয়া, বার্তা সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও হেড অফ মার্কেটিং মতিয়ার রহমান। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank