শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪ বছর পর পাকিস্তান দলে আমির

স্পোর্টস ডেস্ক

২২:২৬, ১৭ এপ্রিল ২০২৪

৩৫৪

৪ বছর পর পাকিস্তান দলে আমির

চার বছর পর পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি আদায় করেন দেশটির তারকা পেসার মোহাম্মদ আমির।আগামীকাল থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মোহাম্মদ আমির। 

২০২০ সালে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছেন আমির ও গত বছর অবসর নেওয়া ইমাদ ওয়াসিম।

নির্বাচক ও টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ জানান, হারিস রউফের ইঞ্জুরি ও মোহাম্মদ নওয়াজের ফর্ম বিবেচনায় ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে দলে নেওয়া হয়েছে। আমির ও ইমাদ দুজনই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আমরা তাদের উপর আস্থা রাখছি।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখেই আমিরকে দলে নিয়েছে।

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসামা মীর, উসমান খান, জামান খান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank