এবার টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের
গত বছর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর সেই চোটের কারণে মিস করেছিলেন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করান এই টাইগার পেসার। সফল অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবাদত।
তবে আবারও দুঃসংবাদ পেলেন এই পেসার। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এবাদত। সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এবাদতের ফেরার কোনো সুযোগ নেই উল্লেখ করে বিসিবি চিকিৎসক বলেন, 'এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না। এই ধরনের অস্ত্রোপচারের পর সুস্থ হতে ১২ মাস পর্যন্তও লাগতে পারে। কমপক্ষে ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এর আগেও হয়তো ফিরতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না।'
উল্লেখ্য, আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’-তে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান