শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ || ২২ চৈত্র ১৪৩১ || ০৪ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবসর ভেঙে বাংলাদেশে টেস্ট খেলতে চাওয়া হাসারাঙ্গাকে নিষিদ্ধ করল আইসিসি 

স্পোর্টস ডেস্ক

২২:৩৫, ১৯ মার্চ ২০২৪

২৯৫

অবসর ভেঙে বাংলাদেশে টেস্ট খেলতে চাওয়া হাসারাঙ্গাকে নিষিদ্ধ করল আইসিসি 

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে চেয়েছিলেন শ্রীলংকার তারকা লেগ স্পিনার হাসারাঙ্গা। কিন্তু তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল সোমবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৩৭তম ওভারে আম্পায়ারের এক সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হাসারাঙ্গা। এমনকি কোনো এক আম্পায়ারের কাছ থেকে তার নিজের টুপিও নিয়ে গেছেন।

আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে এমন শাস্তি পেয়েছেন লঙ্কান লেগ স্পিনার।

সিরিজ নির্ধারণী সেই ম্যাচ বাংলাদেশ ৫৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank