সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কন্যার বাবা হলেন তাসকিন 

স্পোর্টস ডেস্ক

১৩:৫৩, ২৯ এপ্রিল ২০২২

২৩২৭

কন্যার বাবা হলেন তাসকিন 

কন্যা সন্তানের পিতা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে কন্যা সন্তানের বাবা হওয়ার খবর দেন তাসকিন।

তাসকিন ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

তাসকিন আহমেদের এক পুত্র সন্তান আছে।

২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে ছেলে তাসফিন আহমেদ রিহান।

তাসকিন বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন। ইনজুরির জন্য খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। একই কারণে আসন্ন শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি এই ডানহাতি পেসার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank