সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রুবেলের কবর স্থায়ী করার নির্দেশ মেয়র আতিকের

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১১, ২৪ এপ্রিল ২০২২

১১৯১

রুবেলের কবর স্থায়ী করার নির্দেশ মেয়র আতিকের

সদ্য প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ী করার আবেদন জানিয়েছিলেন তার স্ত্রী চৈতি ফারহানা। সেই আবেদনের প্রেক্ষিতে রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, মেয়র আতিকুল ইসলাম এই মুহূর্তে ওমরা পালনে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। তিনি সংবাদ মাধ্যমে আবেদনটি জেনে কবরটি সংরক্ষণ করতে এই নির্দেশনা দিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এক সময় জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার রুবেল। মৃত্যুর পর রুবেলকে বনানী কবরস্থানে দাফন করা হয়। এরপর শুক্রবার (২২ এপ্রিল) স্বামীর কবর জিয়ারত করতে এসে কবর স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে আকুল আবেদন জানান রুবেলের স্ত্রী। বনানী কবরস্থানে কাউকে দাফন করার ২ বছর পর সেখানে নতুন করে কাউকে দাফন করার রীতি রয়েছে। তবে আছে কবর স্থায়ী করার পদ্ধতি, সেক্ষেত্রে প্রায় কোটি টাকার মত খরচ হয়। রুবেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার পরিবারের স্বভাবতই সেই সাধ্য নেই।

মানবিক দিক বিবেচনায় তাই রুবেলের কবর স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। এ প্রসঙ্গে ডিএনসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুবেলের স্ত্রী চৈতির মৌখিক আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র আতিক।

এদিকে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন মেয়র আতিক। ওমরা শেষে দেশে ফিরে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank