শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রেকর্ডের পাতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক

০৯:৩২, ৫ জানুয়ারি ২০২২

আপডেট: ০৯:৩৮, ৫ জানুয়ারি ২০২২

৪৫৩

রেকর্ডের পাতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ডকে তাদের নিজেদের ডেরায় হারিয়ে বাংলাদেশ। যা দেশটিতে টাইগারদের প্রথম জয়ও। এমন ঐতিহাসিক জয়ে রেকর্ডের পাতায় পরিবর্তন আসবে, পরিসংখ্যান পাল্টাবে সেটাই তো স্বাভাবিক। অপরাজেয় বাংলার পাঠকদের জন্য সেগুলোই তুলে ধরা হলো। 

২- দ্বিতীয়বারের মতো টসে জিতে আগে ফিল্ডিং করে টেস্ট জিতেছে বাংলাদেশ। সর্বমোট ২১ ম্যাচে বাংলাদেশ টসে জিতে আগে ফিল্ডিং নেয়। সেখানে ১৯ ম্যাচে হেরেছে। এর আগের জয়টি ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে। 

৬- এটা বিদেশের মাটিতে বাংলাদেশের ষষ্ঠ টেস্ট জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার, জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার ও একটি জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ।

১৭- নিজেদের মাটিতে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর বাংলাদেশের কাছে হারলো নিউজিল্যান্ড। ২০১৬-১৭ তে ওয়েলিংটনের সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিলো কিউইরা। এর মধ্যে ১৩ ম্যাচে জয় ও চার ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড। 

৩২- এই জয়ের আগে নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলে টানা ৩২ ম্যাচ হেরেছে বাংলাদেশ। তারমধ্যে ছিল ৯ টেস্ট, ১৬ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি। 

১৩০- বাংলাদেশ প্রথম ইনিংস শেষে ১৩০ রানের লিড পায়। যা বিদেশের মাটিতে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ১৯২ রানের লিড পেয়েছিলো বাংলাদেশ। 

১-২২, এটি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান। চার দেশে এর আগের ২২ ম্যাচ হেরেছে বাংলাদেশ। তারমধ্যে ১৫টি ছিল ইনিংস ব্যবধানে। 

৬-৪৬, বাংলাদেশের হয়ে টেস্টে কোন পেসারের দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগার এটি। এবাদতের আগে আছেন শাহাদাত হোসেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬-২৭ এর রেকর্ড তার। 

২০১১- সর্বশেষ ২০১১ সালে কোন এশিয়ার দল নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারিয়েছে। সর্বশেষ হ্যামিল্টনে ১০ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। এরপর ঘরের মাঠে খেলা ৪২ টেস্টে মাত্র ৪ ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। 

১৭৬.২- যে কোন টেস্টেই বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ ওভার খেলার রেকর্ড। এর আগে শ্রীলঙ্কার গলে সর্বোচ্চ ১৯৬ ওভার ব্যাটিং করে টাইগাররা। 

৪৫৮- কোন সেঞ্চুরি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪-০৫ এ কারও সেঞ্চুরি ছাড়া ৪৮৮ রান করে টাইগাররা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank