দীর্ঘ কর্মঘন্টায় বছরে প্রাণ যায় ৭৪৫০০০ জনের
দীর্ঘ কর্মঘন্টায় বছরে প্রাণ যায় ৭৪৫০০০ জনের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এর তথ্যমতে, দীর্ঘ কর্মঘন্টার কারণে পৃথিবীতে প্রতি বছর কয়েক লাখ মানুষ মারা যান।
দীর্ঘ সময় কাজের কারণে স্ট্রোক ও হার্টের সমস্যা দেখা দেয়। বিশ্বে প্রথমবার এমন কোন গবেষণা পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, ২০১৬ সালে ৭ লাখ ৪৫ হাজার মানুষ মারা গেছেন।
প্রতিবেদনে দেখা গেছে, দীর্ঘ কর্মঘন্টায় কাজের চাপে বেশি প্রাণ গেছে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
গবেষণায় আরও পাওয়া যায়, যারা সপ্তাহে ৫৫ ঘন্টার বেশি কাজ করেন তারা ৩৫ থেকে ৪০ ঘন্টা করা মানুষদের চেয়ে ৩৫ শতাংশ বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। আর হৃদরোগের ঝুঁকি ১৭ শতাংশ বেশি থাকে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নিয়ে পরিচালিত এই সমীক্ষায় দেখা যায়, দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে মারা যাওয়া প্রায় তিন চতুর্থাংশই ছিল মধ্যবয়স্ক বা বয়স্ক পুরুষ। তবে কাজের সময় মৃত্যু হয় এমন নয়, দীর্ঘসময় পরও অনেকে মারা যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরও বলা হয়, করোনা অতিমারির কারণে এই প্রবণতা আরও খারাপ পরিস্থিতিতে যাবে। কেননা যখনই কোন দেশ লকডাউনে গেছে তারপরই কর্মঘন্টা বেড়েছে ১০ শতাংশ।
কাজের কারণে মৃত্যুর মধ্যে প্রতি তিনজনের একজনের মৃত্যু অতিরিক্ত কর্মঘন্টায় হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই নিজের নিরাপত্তায় বিষয়টিকে বিবেচনায় রাখতে বলা হয়েছে সব কর্মীদের।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প - স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান