শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের জলবায়ু নিয়ে

জার্মান নভোশ্চর গবেষক ড. ইনসা থিলে আইখ`র লাইভ আলোচনা সন্ধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট

১২:১৪, ১৬ মার্চ ২০২১

আপডেট: ১২:২৫, ১৬ মার্চ ২০২১

৮৩৬

বাংলাদেশের জলবায়ু নিয়ে

জার্মান নভোশ্চর গবেষক ড. ইনসা থিলে আইখ`র লাইভ আলোচনা সন্ধ্যায়

জার্মান মহাকাশবিজ্ঞানী, আবহাওয়াবিশারদ ও গবেষক ড. ইনাসা থিলে আইখ
জার্মান মহাকাশবিজ্ঞানী, আবহাওয়াবিশারদ ও গবেষক ড. ইনাসা থিলে আইখ

জার্মান নভোশ্চর, আবহাওয়াবিশারদ ও গবেষক ড. ইনাসা থিলে আইখ আজ কথা বলবেন জলবায়ু পরিবর্তন বিষয়ে। ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত তার এই আলোচনার দর্শক শ্রোতা হিসেবে টার্গেট করা হয়েছে বাংলাদেশকে। অনুষ্ঠানটির মূল আয়োজক জার্মানির ডয়েচে ভেলে একাডেমি। ডয়েচে ভেলে বাংলা এই কর্মসূচি লাইভ সম্প্রচার করবে। যা প্রচারিত হবে দ্য ডেইলি স্টারের সাউট, চ্যানেল আই, রেডিও ভূমি ও অপরাজেয়বাংলার ফেসবুক থেকেও। ২০১৭'র এপ্রিলে ড. থিলে আইখ জার্মান বেসরকারি নভো অভিযান প্রকল্প দাই অ্যাস্ট্রোনটিন এর জন্য নির্বাচিত হন। এবছরই তিনি প্রথম জার্মান নারী হিসেবে যাচ্ছেন নভো অভিযানে। 

জলবায়ূ পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ড. থিলে আইখ এক নিরলস কর্মী। বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণায় নিজেকে অংশ করেছেন সরাসরি অধ্যায়নের মধ্য দিয়ে। এই বিষয়েই তিনি তার পিএইচডি লাভ করেন। যার বিষয় ছিলো মানব শরীরে জলবায়ু ও আবহাওয়ার প্রভাব, বৈশ্বিক আবহাওয়া ও হাইড্রোলজি এবং তার জন্য দিতে হওয়া চরম মূল্যের বিশ্লেষণ। এখানে তিনি পানির স্তর ও পানিতে মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে ঢাকার বন্যা এবং তাতে মৃত্যুর প্রভাব নির্ণয় করেছেন। এছাড়াও থিলে আইখ তার গবেষণা কর্মে যুক্ত করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত ঢাকার বস্তিগুলোর প্রভাবের সাথে খাপ খাইয়ে নিতে সামাজিক পূঁজির ভূমিকা। 

গবেষণা কর্মের অভিজ্ঞতা ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর সবশেষ ক্ষতিকর প্রভাবগুলোই গুরুত্ব পাবে মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ড. ইনসা থিলে আইখের লাইভ আলোচনায়। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আলোচনায় সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া যে কেউই লাইভ অনুষ্ঠানে কমেন্ট বক্সে তাদের প্রশ্ন ও মন্তব্য করতে পারবেন।

ডয়েচে ভেলে একাডেমির বাংলাদেশ, ভারত ও আফগানিস্তানের কান্ট্রি ম্যানেজার প্রিয়া এসেলবর্ন তার ফেসবুক পোস্টে এ সংক্রান্ত ঘোষণায় বলেন, আশাকরি বাংলাদেশি দর্শকের জন্য জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে।

অনুষ্ঠানটি https://www.facebook.com/dw.bengali/ পেজে সরাসরি সম্প্রচারিত হবে। একই সঙ্গে প্রচারিত হবে অপরাজেয় বাংলার ফেসবুক পেজ https://www.facebook.com/aparajeobangla - এ। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত