গাইবান্ধার সুন্দরগঞ্জে আউশ আবাদে রেকর্ড
গাইবান্ধার সুন্দরগঞ্জে আউশ আবাদে রেকর্ড
ধানের ন্যায্যমূল্য পাওয়া এবং উৎপাদন খরচ কম হওয়ায় আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষকরা।
- অতীতের সব রেকর্ড ছাড়িয়ে চলতি মৌসুমে ৮ হাজার হেক্টর জমিতে আউশ আবাদ এই উপজেলায়।
- এই আবাদে খরচ কম উৎপাদন আশানুরূপ।
- উৎপাদন সময় এক মাস কম লাগে।
- আউশধান চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
স্থানীয় কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় আউশ ধানের আবাদ বেড়েছে রেকর্ড পরিমান। কৃষকদের আউশ ধান রোপনে আগ্রহী করতে ৯০০ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়। প্রকল্পের ৯০০ কৃষকের সাফল্য দেখে হাজার হাজার কৃষক আউশ ধান আবাদে উৎসাহী হয়েছেন।
বর্ষা মৌসুমে সেচ সুবিধার প্রয়োজন না হওয়ায় উৎপাদন খরচও কম হয়। এমনকি আমন ও বোরো ধানের চেয়ে ৩০ দিন কম সময়ে দ্রুত ফসল ঘরে তোলা যায় বলে এ ফসল কৃষকের জন্য আশির্বাদ।
তাই চলতি বছরে উত্তরাঞ্চলের মধ্যে ৮ হাজার ৫০ হেক্টর জমিতে আউশ ধান রোপন করে প্রথম অবস্থানে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলা। এমনকি সারাদেশের মধ্যে আউশধান উৎপাদনে এ উপজেলার অবস্থান তৃতীয়।
এ বছর উপজেলাটিতে আউশ ধান রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আউশ ধানের চাষাবাদ হয়েছে সোয়া ৮ হাজার হেক্টর জমিতে।
গত বছরের তুলনায় এ বছর আবাদ বেড়েছে ৩ হাজার হেক্টর। যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
উপজেলার ১৫টি ইউনিয়নে এখন আউশধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এরমধ্যে রামজীবন, ধোপাডাঙ্গা, কাপাসিয়া, চন্ডিপুর, শ্রীপুর, বামনডাঙ্গা ও ছাপরহাটী ইউনিয়নে আউশ ধানের আবাদ বেশি হয়েছে। আর এসব আবাদ সার্বক্ষনিক তদারকি করছেন স্থানীয় কৃষি বিভাগ।
‘কৃষি বিভাগের সহায়তায় এ বছর সাড়ে তিন বিঘা জমিতে আউশধান রোপণ করেছি। আউশধান আবাদে উৎপাদন খরচ কম। পানি সেচ দেয়ার দরকার হয় না। সেই সাথে কিটনাশক ও স্যার দিতে হয় কম। ফলনও আশানুরূপ।’
- আব্দুল আজিজ
কৃষক
রামজীবন ইউনিয়ন।
‘আমরা আউশধান চাষে কৃষকদের উৎসাহিত করতে ৯০০ জনকে প্রণোদনা দিয়েছি। গত বছরের তুলনায় ৩ হাজার হেক্টর জমিতে আউশধান রোপন করা হয়েছে। যা পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে আউশধান আবাদে।’
- সৈয়দ রেজা-ই মাহমুদ
উপজেলা কৃষি কর্মকর্তা
সুন্দরগঞ্জ।
চলতি বছর এ উপজেলা আউশধান রোপনে সারাদেশে তৃতীয় ও উত্তরাঞ্চলে প্রথম অবস্থানে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প - স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান