একমাসে আমাজনের ৪৩০ বর্গ কিমি বন উজাড়
একমাসে আমাজনের ৪৩০ বর্গ কিমি বন উজাড়
স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি |
সাধারণ কাঠের জন্য আমাজনের গাছ কাটা হয়, একইসঙ্গে বৈশ্বিক খাদ্য কোম্পানিগুলোর সরবরাহ অব্যাহত রাখতে চাষাবাদের জন্য বন সাফ করা হয়।
তবে গত জানুয়ারিতে বন উজাড়ে রেকর্ড ছাড়িয়েছে আগের সব বছরকে। এই এক মাসে মোট ৪৩০ বর্গ কিলোমিটার বা ১৬৬ বর্গ মাইল বন উজাড় হয়েছে, যা নিউইয়র্কের ম্যানহাটনের আকারের সাত গুণেরও বড়।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ধ্বংস হওয়া এলাকাটি ২০২১ সালের জানুয়ারির তুলনায় পাঁচগুণ বড় এবং ২০১৫ সালের জানুয়ারিতে হিসাব রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ।
বৃষ্টির মৌসুমের কারণে সাধারণত জানুয়ারিতে আমাজানে বন উজাড়ের গতি কমে যায়। কিন্তু সরকারি স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, গত মাসে বন উজাড় হয়েছে অনেক বেশি।
গত বছর গ্লাসগোতে জলবায়ু পরিবর্তনের শীর্ষ সম্মেলন কপ২৬ -এ শতাধিক দেশ ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ এবং বন বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
পরিবেশবাদীরা বলছেন, ব্রাজিলের স্পেস এজেন্সি ইনপের সর্বশেষ উপগ্রহের তথ্য আবারও বিশাল রেইনফরেস্ট রক্ষায় ব্রাজিল সরকারের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
গ্রিনপিস ব্রাজিলের ক্রিশ্চিয়ান ম্যাজেত্তি বলছেন, নতুন তথ্য আবারও প্রকাশ করেছে যে কীভাবে সরকারের পদক্ষেপগুলো ‘গ্রিনওয়াশিং’ প্রচারণার বিরোধিতা করছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প