শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাকালে বিশ্বজুড়ে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ

১০:১৩, ৭ জুলাই ২০২০

আপডেট: ২০:২৩, ৭ জুলাই ২০২০

১২১৭

করোনাকালে বিশ্বজুড়ে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ

বিশ্বের সকল সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধ থামাতে এক যৌথ বিবৃতি সোমবার (৬ জুলাই) হস্তান্তর করা হয়েছে জাতিসংঘ মহাসচিবের কাছে। বিশ্বের আরও অনেক দেশের প্রতিনিধিদের সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এই বিবৃতি তুলে দিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেজকে। নিশ্চয়ই এই বিবৃতি আপনার হাতকে আরও শক্তিশালী করবে, এসময় বলেছেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘ মহাসচিবের বৈশ্বিক যুদ্ধবিরতির আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশসহ ১০টি দেশ এই যৌথ বিবৃতি দেয়। অন্য দেশগুলো হচ্ছে- ইকুয়েডর, মিশর, জ্যামাইকা, জাপান, মালয়েশিয়া, ওমান, সেনেগাল, স্লোভেনিয়া ও সুইডেন। 

একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে যৌত বিবৃতিটি হস্তান্তর করেন এসব দেশের প্রতিনিধরা। এর আগে ১০টি দেশের সহ-উদ্যোগে প্রণীত এই যৌথ বিবৃতিটি গত ২২ জুন প্রকাশ করা হয়। এটি জাতিসংঘের ১৭২টি সদস্য দেশ ও পর্যবেক্ষক সদস্য এই বিবৃতির প্রতি তাদের সমর্থন জানায়। 

মহাসচিবের আবেদনে এ পর্যন্ত এটিই ছিল সদস্যদেশসমূহের সর্বোচ্চ রাজনৈতিক সমর্থন। কোভিড-১৯ এর সময়ে যুদ্ধ ও বৈরিতার প্রভাবে বিপর্যস্থ মানবতার জন্য এই বিবৃতিটি বৈশ্বিক সংহতি ও মমত্ববোধের এক শক্তিশালী ও স্পষ্ট বার্তা বহন করে এনেছে। 

ভার্চুয়াল অনুষ্ঠানটির আলোচনায় কোভিড-১৯ মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টাসমূহ এগিয়ে নিতে বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকায় এটি মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “সংঘাতপূর্ণ অনেক পরিস্থিতিতে শান্তি আনার এই প্রচেষ্টা সফলকাম হয়েছে।

যদিও এখনও অনেকেই এতে এগিয়ে আসেনি এবং কেউ কেউ এর সঠিক প্রয়োগ করছে না, সে কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ যে অবদান রেখে যাচ্ছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।

জাতিসংঘ মহাসচিব তাঁর প্রতিক্রিয়ায় যৌথ বিবৃতিটিকে ‘তাঁর আবেদনের সপক্ষে সেরা ও গুরুত্বপূর্ণ স্বীকৃতি’হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এখন এর বাস্তবায়নই মূল বিষয়। 

বৈশ্বিক সংহতি অব্যাহত রাখার উপর জোর দিয়ে মহাসচিব বলেন, এই সংহতি অন্যান্য ক্ষেত্রেও বাড়াতে হবে। 

কোভিড-১৯ এর প্রেক্ষাপটে বিশ্বব্যাপী যুদ্ধবিরতির পক্ষে রাজনৈতিক সমর্থন আদায়ে এ আবেদনটি ছিল মহাসচিবের সর্বোচ্চ প্রচেষ্টা। গত ২৩ মার্চ মহাসচিবের এই আবেদন প্রকাশের পরপরই যে সকল দেশ এতে সমর্থন জানায়, বাংলাদেশ তার  অন্যতম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত