সেন্ট মার্টিনের সামুদ্রিক সংরক্ষিত অঞ্চলের প্রশংসায় ডিক্যাপ্রিও
সেন্ট মার্টিনের সামুদ্রিক সংরক্ষিত অঞ্চলের প্রশংসায় ডিক্যাপ্রিও
ডিক্যাপ্রিও`র টুইট |
সেন্ট মার্টিন দ্বীপের পাশে নতুন প্রতিষ্ঠিত সামুদ্রিক সংরক্ষিত অঞ্চলের প্রশংসা করে টুইট করেছেন হলিউডের জনপ্রিয় তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
শুক্রবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ছবিসহ একটি টুইটে ওই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
টুইটটিতে তিনি লিখেন: সেন্ট মার্টিন দ্বীপের পাশে নতুন স্থাপিত সামুদ্রিক সংরক্ষিত এলাকা (মেরিন প্রোটেক্টেড এরিয়া)-এর জন্য বাংলাদেশের সরকার, স্থানীয় জনগণ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে অভিনন্দন। এ অঞ্চলটি বিশাল পরিমাণে জীববৈচিত্র্য সংরক্ষণে যেমন সহায়ক হবে তেমনিভাবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের জন্য আবাসস্থল হিসেবে কাজ করবে।
টুইটারে লিওনার্দো ডিক্যাপ্রিও'র এক কোটি ৯৫ লাখ ফলোয়ার রয়েছে। ডিক্যাপ্রিও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ, জলবায়ু ইত্যাদি নিয়ে প্রায়ই সচেতনতামূলক পোস্ট করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার টুইটটি ৪৫০ বার রি-টুইট (শেয়ার) হয়েছে।
উল্লেখ্য এ বছর বাংলাদেশ সরকার সেন্ট মার্টিনের পাশে ১৭৪৩ বর্গ কিলোমিটার সমুদ্রকে সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল (মেরিন প্রটেক্টেড এরিয়া; এমপিএ) হিসেবে ঘোষণা করেছে। এ এমপিএ-তে সুরক্ষা পাবে ২৩০টির মতো সামুদ্রিক প্রজাতি যার মধ্যে রয়েছে ইন্দো-প্যাসিফিক হাম্পব্যাক ডলফিন, হোয়েল শার্ক, হোয়াইট-স্পটেড হুইপ রে, গ্রিন টার্টল, লগারহেড টার্টল ইত্যাদির মতো বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প