২০২১-এ রেকর্ড পরিমাণ কয়লা উত্তোলন চীনের, আরও বাড়তে পারে এবছর
২০২১-এ রেকর্ড পরিমাণ কয়লা উত্তোলন চীনের, আরও বাড়তে পারে এবছর
২০২১ সালের জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২৬ যেন কেবল এক কাজীর গরু, যা কেতাবে আছে, গোয়ালে নেই। কারণ ওই সম্মেলনে জলবায়ু সংকট সমাধানে সব বড় বড় দেশ নানা প্রতিশ্রুতির ফুলঝুরি ঝড়ালেও দিনশেষে দেখা যাচ্ছে জলবায়ু ও পৃথিবীর নিরাপত্তা নিয়ে তাদের কোনো মাথাব্যথাই নেই, বরং অর্থনৈতিক লাভটাই মুখ্য।
২০২১ সালে কপ-২৬ সম্মেলন শেষ হওয়ার কিছুদিন পরেই নভেম্বর মাসের মাঝামাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো উপসাগরের বিশাল অংশ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দেয়। এবার সিএনএন জানিয়েছে, ২০২১ সালে রেকর্ড পরিমাণে কয়লা উত্তোলন করেছে চীন।
নিজেদের বিদ্যুৎকেন্দ্রগুলোকে চালু রাখতে এত কয়লার প্রয়োজন পড়েছে চীনের। তার জন্য এটি কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি নিয়ে মাথা ঘামায়নি। ধারণা করা হচ্ছে, নিজেদের অর্থনৈতিক পুনরুত্থানকে চালিয়ে নিতে চীন এ বছর আরও বেশি পরিমাণে কয়লা উৎপাদন করবে।
গত বছর চীন ৪.০৭ বিলিয়ন মেট্রিক টন কয়লা ব্যবহার করেছে। ২০২০ সাল থেকে এটি ৪.৭ শতাংশ বেশি। গত সপ্তাহের দিকে এ তথ্য প্রকাশ করেছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো। ২০১৩-এর পরে ২০২১ সালে সর্বোচ্চ পরিমাণে কয়লা আমদানি করেছে দেশটি।
চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী ও ভোক্তা দেশ। এর আগে দেশটি কার্বন নিঃসরণ কমানো নিয়ে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালের সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিলেন ২০৬০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ হবে তার দেশ। ২০২১-এর প্রথমদিকে এ উদ্দেশে শ'খানেক কয়লাখনি বন্ধ করে দিয়েছিল দেশটি।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প