দেশে প্রথম লবণ সহিষ্ণু ধানের জিনোম সিকোয়েন্স উন্মোচন
দেশে প্রথম লবণ সহিষ্ণু ধানের জিনোম সিকোয়েন্স উন্মোচন
বাংলাদেশে এই প্রথম লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক দল বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের জীবন রহস্য উন্মোচন করার মাধ্যমে দেশে ধান গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের সব সময়ই লক্ষ্য হল পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন করা এবং এর উৎপাদন বৃদ্ধি করা। এর মাধ্যমে এদেশের মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিক্রি করব। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে আরও ভালো জাত উদ্ভাবন করতে হবে। যেগুলো প্রতিকূল পরিবেশে জন্মানো সম্ভব। এটাই হল মূল চ্যালেঞ্জ।
বাকৃবির গবেষক প্রফেসর ড. মো. বজলুর রহমান মোল্লা জানান, বাংলাদেশে প্রথম লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের ৪৫৪.৬২ এমবিপি ডিএনএ অনুর বিন্যাস নির্ধারণ ও গামা রেডিয়েশন প্রয়োগের ফলে সৃষ্ট ডিএনএ ভেরিয়েশনগুলো শনাক্ত করা হয়েছে। গামা রেডিয়েশনের ফলে ধানের ডিএনএ অনুতে সৃষ্ট ভ্যারিয়েন্টগুলোর মধ্যে সাবস্টিটিউশনগুলো সর্বাপেক্ষা অধিক, যা এ গবেষণায় আবিষ্কৃত হয়েছে।
তিনি আরও জানান, আরোপিত রেডিয়েশনের ফলে ধানে পরিবর্তিত প্রোটিন কোডিং জিন, বিভিন্ন ধরনের আরএনএ এবং কিছু অশনাক্তকৃত অঞ্চল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি মিউট্যান্ট লাইনে প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু ২৩টি জিনে সর্বাপেক্ষা অধিক প্রভাব বিস্তারকারী মিউটেশনের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। অপরদিকে অন্য একটি মিউট্যান্ট লাইনে উচ্চ ফলনশীল বৈশিষ্ট্যের জন্য দায়ী সর্বোচ্চ ১৬টি জিন এবং চালের আকার-আকৃতি সম্পর্কিত বৈশিষ্ট্যের জন্য আরও ৪টি জিন শনাক্ত করা হয়েছে।
এছাড়াও দেশ-বিদেশের বিজ্ঞানীরা ভবিষ্যতে এ পূর্ণাঙ্গ সিকোয়েন্সকে রেফারেন্স জিনোম হিসেবে ব্যবহার করতে পারবে এবং শনাক্তকৃত জিনগুলো উচ্চ ফলনশীল জাতে স্থানান্তর করতে পারবে বলেও জানান এই গবেষক।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প