বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জলবায়ু পরিবর্তন: আমাজনের আদিম অরণ্যে ছোট হচ্ছে পাখি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:০১, ১৩ নভেম্বর ২০২১

৬৪০

জলবায়ু পরিবর্তন: আমাজনের আদিম অরণ্যে ছোট হচ্ছে পাখি

আমাজন জঙ্গলের পাখি
আমাজন জঙ্গলের পাখি

আমাজন জঙ্গলের আদিমতম অংশগুলোতেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। নতুন এক দীর্ঘকালীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আমাজন জঙ্গলের সব স্থানে এখনো মানুষের পা পড়েনি। এসব স্থানের জঙ্গলের বয়স অনেক বেশি, এতই আদিম যে এখানে বাস করা সব পশুপাখির সন্ধান এখনো লাভ করতে পারেননি বিজ্ঞানীরা।

তবে চার দশকব্যাপী এক দীর্ঘ গবেষণার ফলাফল হিসেবে বিজ্ঞানীরা বুঝতে পারছেন, আমাজনের এরকম অসূর্যম্পশ্যা স্থানও জলবায়ু পরিবর্তনের দুষ্ট প্রভাব থেকে রক্ষা পায়নি।

১৯৮০-এর দশক থেকে চলে আসা এ গবেষণায় বিজ্ঞানীরা মূলত পাখি নিয়ে গবেষণা করেছেন। ৭৭টি প্রজাতির পাখি সংগ্রহ করে সেগুলোর দৈহিক মাপ লিখে রেখেছিলেন তারা। অবশ্য এ পাখিগুলো আমাজনের পরিচিত পাখি নয়, বরং এগুলোকে বিভিন্ন ডাকনামে ডেকেছেন বিজ্ঞানীরা।

এনবিসি নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবার (১২ নভেম্বর) 'সায়েন্স অ্যাডভান্সেস' জার্নালে প্রকাশিত ১৫০০০ পাখির ওপর করা এ গবেষণায় দেখা যাচ্ছে পাখিগুলোর ভর আগের চেয়ে অনেক কমে গেছে। একইভাবে এগুলোর আকৃতিতেও পরিবর্তন এসেছে। কোনো কোনো প্রজাতির পাখির ডানা আগের চেয়ে লম্বা হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, এ ঘটনার ব্যাখ্যা কেবল পরিবেশগত পরিবর্তন ছাড়া আর কিছু হতে পারেনা।

গবেষণাপত্রটির প্রধান লেখক ভিটেক জিরিনেক বলেন, পাখির ওজন কমা আর ডানা বড় হওয়ার মানে হচ্ছে তাকে উড়তে কম শক্তি খরচ করা লাগবে। আর কম শক্তি খরচ মানে কম পানির প্রয়োজন হবে। এর অর্থ হচ্ছে, এ পাখিগুলো পরিবেশগত পরিবর্তনের কারণে নিজেদের শরীরকে তার সাথে অভিযোজিত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত