জলবায়ু পরিবর্তন: আমাজনের আদিম অরণ্যে ছোট হচ্ছে পাখি
জলবায়ু পরিবর্তন: আমাজনের আদিম অরণ্যে ছোট হচ্ছে পাখি
আমাজন জঙ্গলের পাখি |
আমাজন জঙ্গলের আদিমতম অংশগুলোতেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। নতুন এক দীর্ঘকালীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
আমাজন জঙ্গলের সব স্থানে এখনো মানুষের পা পড়েনি। এসব স্থানের জঙ্গলের বয়স অনেক বেশি, এতই আদিম যে এখানে বাস করা সব পশুপাখির সন্ধান এখনো লাভ করতে পারেননি বিজ্ঞানীরা।
তবে চার দশকব্যাপী এক দীর্ঘ গবেষণার ফলাফল হিসেবে বিজ্ঞানীরা বুঝতে পারছেন, আমাজনের এরকম অসূর্যম্পশ্যা স্থানও জলবায়ু পরিবর্তনের দুষ্ট প্রভাব থেকে রক্ষা পায়নি।
১৯৮০-এর দশক থেকে চলে আসা এ গবেষণায় বিজ্ঞানীরা মূলত পাখি নিয়ে গবেষণা করেছেন। ৭৭টি প্রজাতির পাখি সংগ্রহ করে সেগুলোর দৈহিক মাপ লিখে রেখেছিলেন তারা। অবশ্য এ পাখিগুলো আমাজনের পরিচিত পাখি নয়, বরং এগুলোকে বিভিন্ন ডাকনামে ডেকেছেন বিজ্ঞানীরা।
এনবিসি নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবার (১২ নভেম্বর) 'সায়েন্স অ্যাডভান্সেস' জার্নালে প্রকাশিত ১৫০০০ পাখির ওপর করা এ গবেষণায় দেখা যাচ্ছে পাখিগুলোর ভর আগের চেয়ে অনেক কমে গেছে। একইভাবে এগুলোর আকৃতিতেও পরিবর্তন এসেছে। কোনো কোনো প্রজাতির পাখির ডানা আগের চেয়ে লম্বা হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, এ ঘটনার ব্যাখ্যা কেবল পরিবেশগত পরিবর্তন ছাড়া আর কিছু হতে পারেনা।
গবেষণাপত্রটির প্রধান লেখক ভিটেক জিরিনেক বলেন, পাখির ওজন কমা আর ডানা বড় হওয়ার মানে হচ্ছে তাকে উড়তে কম শক্তি খরচ করা লাগবে। আর কম শক্তি খরচ মানে কম পানির প্রয়োজন হবে। এর অর্থ হচ্ছে, এ পাখিগুলো পরিবেশগত পরিবর্তনের কারণে নিজেদের শরীরকে তার সাথে অভিযোজিত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প - স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান