প্রকৃতিকে কাজের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার এডিবি ও বহুপাক্ষিক ব্যাংকগুলোর
প্রকৃতিকে কাজের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার এডিবি ও বহুপাক্ষিক ব্যাংকগুলোর
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (এমডিবিস) প্রকৃতিকে তাদের নীতি, বিশ্লেষণ, মূল্যায়ন, পরামর্শ, বিনিয়োগ এবং কার্যক্রমের মূলধারায় সম্পৃক্ত করার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে।
উচ্চ পর্যায়ের এক যৌথ বিবৃতিতে ব্যাংকগুলো বলেছে, গ্লাসগোতে কপ২৬ সম্মেলনে এই ধরিত্রী এবং মানব স্বাস্থ, কল্যাণ এবং জীবন-জীবিকার ওপর প্রকৃতির বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করা হয়েছে। খবর বাসস'র।
বিবৃতিতে বলা হয়, এমডিবিস টেকসই, অন্তর্ভুক্তিমূলক, সবুজ এবং কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধারে সহায়তা দিতে একত্রে কাজ করার অঙ্গীকার ঘোষণা করেছে, যাতে প্রতিটি ব্যাংক নিজ নিজ প্রেক্ষাপটে পরিবেশগত. জলবায়ু, অর্থনৈতিক, জেন্ডার, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক টেকসই মান, সবুজ প্রবৃদ্ধিতে সমর্থন এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেবে।
“এশীয় উন্নয়ন ব্যাংক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং সবার জন্য সমৃদ্ধি তৈরিতে প্রকৃতিকে সুরক্ষা করা জরুরি বলে স্বীকৃতি দেয়।” এ কথা উল্লেখ করে এডিবি প্রেসিডেন্ট মাসাতুগু আসাকাওয়া বলেন, “আমাদের কার্যক্রমে প্রকৃতিকে মূলধারায় রেখে এটিকে কমন এজেন্ডা হিসাবে নিয়েছি।"
অনুমিত হিসাবে ২০১৯ সালে আর্থিক প্রতিষ্ঠানের ১১.২ ট্রিলিয়ন ডলার উন্নয়ন বিনিয়োগের ২৮ শতাংশ জীববৈচিত্র্যে এবং বাস্তুতন্ত্রের ক্ষতির কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। এমডিবিএস এই ঝুঁকি বোঝার জন্য আরও ভাল কাজ করতে এবং ‘প্রকৃতি বান্ধব’ বিনিয়োগের মাধ্যমে প্রকৃতির ক্ষতি এবং জলবায়ূ পরিবর্তন সামলানোর ব্যাপারে সম্মত হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প - স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান