শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমতৈল গ্রামের ৪৬১ প্রতিবন্ধী ও মানবিক দুই বোন

২০:১৮, ২৮ জুলাই ২০২০

১২৩৪

আমতৈল গ্রামের ৪৬১ প্রতিবন্ধী ও মানবিক দুই বোন

এ গল্প আমতৈল গ্রামের। শুধু আমতৈল বললে ভুল হবে। গল্পটি জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও এবং আমতৈলের। যারা রামপাশা ইউনিয়নের চার গ্রাম। উপজেলা বিশ্বনাথ জেলা সিলেট। এ গল্প আবার গণভবনেরও সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস। তবে শুধু শেখ হাসিনার বললে ভুল হবে, আছেন তার শেখ রেহানাও। তাতে এ গল্প বঙ্গবন্ধু পরিবারের। আর গল্পটি মানবতার প্রতি সারা দেওয়ার, মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টির। সে উদাহরণই তৈরি করেছেন জাতির জনকের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 

একটা খবরে জানা গেছে, আমতৈল গ্রামে প্রতিবন্ধিতার হার সিলেটের সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিষয়টি প্রথম নজরে আসে শেখ রেহানার। তিনিই  বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনেন।

মানবিক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পরিচয় পুরোনো। এমন একটি বিষয় জানতে পেরে তা আমলে নিতে সময় নেননি। দ্রুত সিদ্ধান্ত দিলেন রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীর প্রত্যেকেই ২ হাজার ৫০০ টাকা করে পাবে। আর পরিবার প্রতি পাবে একটি লুঙ্গি ও একটি শাড়ি। সব মিলিয়ে ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা দিলেন তিনি।

এখানেই শেষ নয়, আমতৈল গ্রামের প্রতিবন্ধী শিশুদের সুস্থ করে তুলতে এবং ভবিষ্যতে সুস্থ প্রজন্ম নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেন বেশ কয়েকটি নির্দেশনা। 

এক.    গ্রামের সকল প্রতিবন্ধীর সমস্যা যথাযথভাবে চিহ্নিত করে বিশেষ প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে হবে।

দুই.    সকলকে স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং করা।

তিন.    নিজ বাসস্থানসহ আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বাড়ানো।

চার.    খাদ্যের সকল পুষ্টিমান নিশ্চিত করতে ভিটামিন সাপ্লিমেন্টারি ঔষধ সরবরাহ এবং সুপেয় পানির সুব্যবস্থা করা।

পাঁচ.    গ্রামে প্রয়োজনীয় মাটি ভরাট, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম চালু এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।

ছয়.    প্রতিবন্ধীদের চাহিদা মোতাবেক বহুমাত্রিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রতিবন্ধী স্কুল স্থাপন ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা।

সাত.    চাহিদামাফিক প্রয়োজনীয় সহায়ক উপকরণ যেমন:- হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হিয়ারিং ডিভাইস ও দৃষ্টি সহায়ক উপকরণ সরবরাহ করা।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত